North East Badminton: আসরে দাপট আসাম – মিজোরামের। শুরবারে চূড়ান্ত লড়াই।

Screenshot 2025 09 03 23 53 35 91 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12 2

টিএসএন ডেস্ক,৪ সেপ্টেম্বর।।
      বেশ উৎসাহ ও উদ্দীপনের মধ্য দিয়ে আগরতলায় নর্থ-ইস্ট জুন ইন্টার স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৫  বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন এবং এরপর দুটি ইনডোর হলে পাঁচটি পোর্টে একনাগাড়ে প্রতিযোগিতার প্রথম দিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগের দলগত প্রতিযোগিতায় অরুণাচল প্রদেশ ২-০ সেটে মেঘালয়কে, মিজোরাম সিকিমকে, মনিপুর হারিয়েছে নাগাল্যান্ডকে। একইভাবে আসামের কাছেও পরাজিত হতে হয়েছে আয়োজক ত্রিপুরাকে। অবশেষে  সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। প্রথম সেমিফাইনালে মিজোরাম খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে মনিপুর ও আসাম পরস্পরের মুখোমুখি হবে। একইভাবে বালিকা বিভাগের চ্যাম্পিয়ন শিপে সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত। প্রথম সেমিফাইনালে আসাম খেলবে মনিপুরের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে অরুণাচল প্রদেশ ও মিজোরাম পরস্পরের মুখোমুখি হবে। লীগ পর্যায়ের খেলায় আসাম ২-০ সেটে সিকিমকে, অরুণাচল প্রদেশ ২-০ সেটে ত্রিপুরাকে, মিজোরাম 2-০ সেটে নাগাল্যান্ডকে এবং মনিপুর ২ ০ সেটে মেঘালয়কে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। পুরুষ বিভাগের চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের সূচিও তৈরি হয়েছে। প্রথম সেমিফাইনালে অরুণাচল প্রদেশ এবং আসাম এবং দ্বিতীয় সেমিফাইনালে মনিপুর এবং মিজোরাম পরস্পরের বিরুদ্ধে খেলবে। প্রাথমিক পর্যায়ে অরুণাচল প্রদেশ ৩-০ সেটে সিকিম কে, আসাম ৩-০ সেটে মেঘালয় কে, মনিপুর ৩-০ সেটে নাগাল্যান্ড কে এবং মিজোরাম ৩-০ সেটে ত্রিপুরা কে পরাজিত করে শেষ চারে প্রবেশ করেছে। মহিলা বিভাগের সেমিফাইনাল পর্যায়ে আসাম খেলবে মিজোরামের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে নাগাল্যান্ড মনিপুর পরস্পরের মুখোমুখি হবে। এক্ষেত্রেও প্রাথমিক পর্যায়ে আসাম ৩-০ সেটে ত্রিপুরাকে, মিজোরাম ৩-২ সেটে অরুণাচল প্রদেশকে, নাগাল্যান্ড ৩-০ সেটে সিকিম কে এবং মনিপুর ৩-০ সেটে মেঘালয়কে পরাজিত করেছে। উল্লেখ্য, এর আগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত, ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পদ্মশ্রী দীপা কর্মকার ও ত্রিপুরা পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের কার্যকরী সভাপতি রতন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *