টিএসএন ডেস্ক,১৬ এপ্রিল।।
এশিয়ান টেনিস টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। বাছাই খেলোয়াড়রা সাফল্যের লক্ষ্যে অনেকটাই এগিয়ে রয়েছে। অষ্টম বাছাই আরব শুক্লার প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজয় দর্শকদের অনেকেই অবাক হয়েছেন। টেনিস তারকা এশিয়ান জুনিয়র আসরে অবাছাই হলেও রাবিব আলীর দুর্দান্ত উত্থান চমক তৈরি করেছে। এশিয়ান ১৪ এবং আন্ডার রেংকিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট ২০২৫ মূল পর্বে এখন বেশ জমজমাট পর্যায়ে পৌঁছেছে। অনূর্ধ্ব ১৪ বালকদের সিঙ্গেলসে অবাছাই রাবিব আলী ৬-২, ৬-০ সেটে উত্তরপ্রদেশের তারকা খেলোয়ার অষ্টম বাছাই আরব শুক্লাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে।

আগামীকাল রাবিব আলী কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের ঋষিকেশ মানে-এর সঙ্গে মুখোমুখি হবে। এদিকে ঋষিকেশ বুধবারে প্রি-কোয়ার্টার ফাইনালে মীরেশ গির্ধানিকে ৬-০, ৬-০ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। এছাড়া, বালকদের বিভাগে দ্বিতীয় বাছাই তথা থাইল্যান্ডের শান লাউয়ামর্ণপানিচ, তেলেঙ্গানার কৃত্তিক পূজালাকে ৬-০, ৬-০ সেটে হারিয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে। অনূর্ধ্ব ১৪ বালিকাদের সিঙ্গেলসে সেরা বাছাই খেলোয়াররা কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। তবে তুর্কমেনিস্তানের তৃতীয় বাছাই সালগাম ঈশানখুলিয়েভা এবার খেলায় নামেননি। আগামীকাল সকাল আটটা থেকে মালঞ্চ নিবাস এবং দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের দুটি টেনিস কোর্টেই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো শুরু হবে বলে রাজ্য টেনিস সংস্থার সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে জানিয়েছেন।
#Tripura #Asian #Tennis #Tournament #TSN