টিএসএন ডেস্ক,৮ জুলাই।।
সদর মহকুমাকে নেতৃত্ব দেবেন ঋজু সাহা। ডেপুটি হিসেবে থাকবেন মৌচৈতি দেবনাথ। রাজ্য সিনিয়র মহিলাদের ক্রিকেটে। ১০ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্য আসর। আসরের উদ্বোধনী দিনে ই মাঠে নামছে সদর মহকুমা। প্রতিপক্ষ খোয়াই মহকুমা। ১০ জুলাই এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এবছর সদর মহকুমাকে রাখা হয়েছে ‘এ ‘ গ্রুপে। ওই গ্রুপে সদর শহর রয়েছে বিশালগড়, খোয়াই এবং মোহনপুর মহকুমা। আসরে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে রয়েছেন ঋজু সাহা, মৌচৈতি দেবনাথ, সুলক্ষণা রায়, নিকিতা দেবনাথ, মৌটুসী দে, প্রিয়াঙ্কা আচার্য, তানিশা দাস, মামন রবি দাস, সায়ন্তিকা নম দাস, প্রিয়াঙ্কা সাহা, অন্বেষা দাস, অন্নপূর্ণা দাস, অস্মিতা দেবনাথ, অনুভা পাল এবং লক্ষী দেবনাথ। দলের কোচ কাম প্লেয়ার হিসেবে থাকবেন অন্নপূর্ণা দাস। নির্বাচিত ক্রিকেটারদের বুধবার বিকেল তিনটায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে অনুরোধ করেছেন।