টিএসএন ডেস্ক, ৮জুন।।
রাজ্য দাবার শীর্ষে রয়েছে ৫ জন দাবাড়ু। বালক বিভাগে ৪ জন এবং বালিকা বিভাগে ১ জন দাবাড়ু। দুদিন ব্যাপী অনূর্ধ্ব ১১ রাজ্য দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে শনিবার থেকে। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে এন এস আর সি সি-র দাবা হল ঘরে শুরু হয়েছে আসর। বালিকা বিভাগের প্রথম দিনে তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তিন রাউন্ড শেষে প্রত্যাশিতভাবেই পুরো ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাভ্যিয়া দে এবং অদ্রিজা সাহা। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আড্ডা দেও, অবন্তিকা চক্রবর্তী এবং শিবাদ্রিতা দেবনাথ। বালিকা বিভাগের ১৬জন দাবাড়ু আসরে অংশ নিয়েছে। বালক বিভাগে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চারজন দাবাড়ু। ওই চারজন হল আন্তরীপ আচারিয়া, পীতাম্বর দেবনাথ, শুভায়ন দাস এবং রোহিল সাহা। আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সৌরণীল দত্ত। বালক বিভাগীয় এই দিন ৩ রাউন্ডের খেলা হয়। ওই বিভাগে মোট ৩৬ জন দাবাড়ু অংশ নেয়। যা দীর্ঘ কয়েক বছরে এবারই প্রথম। রবিবার শেষ দুই রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এদিন আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দাবা সংস্থার সচিব মিঠু দেবনাথ, যুগ্ম সচিব কিরীটি দত্ত এবং কোষাধক্ষ্য ইন্দ্রজিৎ বিশ্বাস। আসর পরিচালনা করছেন মিট্ন গোপ।
#Tripura #Sports #Chess #TSN
Tripura Chess: রাজ্য অনূর্ধ্ব-১১ দাবায় শীর্ষে ৫ জন দাবাড়ু।
