টিএসএন ডেস্ক, ৬জুন।।
দীর্ঘ তিন মাস পর সুস্থ শরীরে মায়ের কোলে ফিরে এল বিশ্ব চূড়া এভারেষ্ট জয়ী অরিত্র রায়। অলিম্পিক সংস্থার কর্মকর্তা বা সরকারী ভাবে স্বাগত ও শুভেচছা জানাতে বিমান বন্দরে কউ উপস্থিত থেকে নি। দুপুর ১১:৪৫ মিনিটে দিল্লী র বিমানে আগরতলায় পৌঁছায়। বিমান বন্দরে ছোট ভাই আমন, মা কণিকা দেবী আগে থেকেই গাড়ি নিয়ে হাজির ছিলেন। মিলন চক্র ক্লাবের সদস্যরা, আগরতলা এডভেঞ্চার ক্লাব, আগরতলা সাইক্লোহোলি র সদস্যরা ফুল মালা পেরিয়ে এভারেষ্ট বিজয়ী অরিত্র কে বরন করে ঢাকা ঢোল বাজিয়ে। প্রথমে রাজবাড়ীর গেটে তাঁকে সংবর্ধনা দেয়া হয়, পরে পাড়ার ক্লাবেও সংবর্ধিত করা হয়। রাজ্যের পর্বতারোহী প্রনব অখণ্ড আগে থেকেই স্নেহের অরিত্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েকজন। তিনিই অরিত্রের আগমনের কথা সকল কে জানান।
প্রসঙ্গত গত ১৬ ই মার্চ সাইকেলে ১৩০০ কি মি পারি দিয়ে নেপাল পৌঁছায়। দীর্ঘ্য পদ চারনা করে বরফ শৃঙ্গ এভারেষ্টে পা রাখে ১৯ শে মে সকাল ৭টা ৩১মিনিটে। ত্রিপুরার প্রথম যুবক বিশ্ব চূড়া জয় করে ইতিহাস সৃষ্টি করে।
Tripura Sports: রাজ্যে ফিরল এভারেষ্ট বিজয়ী অরিত্র।
