টিএসএন ডেস্ক, ৩১মে।।
আজ থেকে শুরু হতে চলেছে জাতীয় অনূর্ধ্ব ৭ দাবা প্রতিযোগিতা। চলবে ৫ জুন পর্যন্ত। উড়িষার খুরদারে অনুষ্ঠিত হবে আসর। তাতে ত্রিপুরা থেকে অংশ নিচ্ছে পাঁচজন দাবাড়ু। পাঁচ দাবাড়ুই ইতিমধ্যে উড়িষ্যায় পৌঁছে গেছে। ত্রিপুরার হয় খেলতে গেছে দেবরাজ ভট্টাচার্য, শ্রীবান্স প্রতাপ পাল, অয়নজিৎ নাগ, তৃষিকা কামারাপু এবং সমৃদ্ধি রায়। তৃষিকা ছাড়া বাকি চার দাবাড়ু ম্যাট্রিস চেস একাডেমীর। আসরে ভালো ফলাফল করতে পাঁচ দাবাড়ু জোড় প্রস্তুতি নিয়ে গেছে। এবারের আসরে সকলের নজর থাকবে দেবরাজের দিকে। দুমাস আগে উড়িষ্যায় অনুষ্ঠিত রেটিং দাবায় অনূর্ধ্ব-৭ বিভাগে সেরার সম্মান পেয়েছিল দেবরাজ। ফলে এবারের আসরে সকলের নজর থাকবে দেবরাজের দিকে। সারা দেশ থেকে ২১৬ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছে বালক বিভাগে। দেবরাজ কে রাখা হয়েছে তৃতীয় স্থানে। আসরে ভালো ফলাফল করা নিয়ে যথেষ্ট আশাবাদী দেবরাজ। মেট্রিক্স চেস একাডেমীর ২ কোচ প্রসেনজিৎ দত্ত এবং কিরীটি দত্ত অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন দেবরাজ সহ ত্রিপুরা দলের প্রতিটি দাবাড়ুকে।
#Tripura #Chess #Orissa##TSN
Tripura Chess: উড়িষ্যায় অনূর্ধ্ব-৭ দাবায় ত্রিপুরার ৫ খোদে।
