টিএসএন ডেস্ক, ৩১মে।।
নিজেদের শেষ ম্যাচে ওয়াকওভার পেলো পান্থুই স্পোর্টিং সোসাইটি। মুষলধারে বৃষ্টির জন্য তেলিয়ামুড়ার বেশ কিছু জায়গায় জল জমে যাওয়ায় আমরা ক’জনার ফুটবলাররা এদিন মাঠমুখী হতে পারেননি। দলীয়কর্তারা এক চিঠি দিয়ে রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের তা স্পষ্টভাবে জানিয়ে দেন। এবং বলে দেন এই ম্যাচটি তাদের পক্ষে খেলা সম্ভব নয়। ফলে বাধ্য হয়েই পান্থুই স্পোর্টিং সোসাইটি দলকে ওয়াকওভার দেওয়া হয়। ওয়াক ওভারের ফলে ৩ পয়েন্টের পাশাপাশি দুটি গোল পেলো পান্থুই স্পোর্টিং সোসারটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় ফ্লাইট লাইটে ম্যাচটি হওয়ার কথা ছিল। রাজ্য ফুটবল সংস্থার লিগ কমিটির সচিব তপন সাহা এ খবর জানান।