টিএসএন ডেস্ক, ৩১মে।।
সদর আন্তঃস্কুল ক্রিকেটে নতুন সূচি ঘোষিত হল। মুষলধারে বৃষ্টির জন্য বাধ্য হয়েই আসরের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ পিছিয়ে দিল রাজ্য ক্রিকেট সংস্থা। নতুন সুচি অনুযায়ী ৩ জুন হবে আসরের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ঐদিন সকাল সাড়ে আটটায় তালতলা স্কুল মাঠে বড়দোয়ালী স্কুল খেলবে এস টি পালস স্কুলের বিরুদ্ধে, দুপুর একটায় হেনরি ডিরোজিও একাডেমি খেলবে প্রগতি বিদ্যাভবনের বিরুদ্ধে, ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে সকাল সাড়ে আটটায় বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন খেলবে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বিরুদ্ধে এবং দুপুর ১ টায় হোলিক্রস স্কুল খেলবে নিউ হিন্দি স্কুলের বিরুদ্ধে। দুটি সেমিফাইনাল ম্যাচ হবে পাঁচ জুন। টি আইটি মাঠে। ৭ জুন হবে ফাইনাল ম্যাচ। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ৮ জুন। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে নতুন সুচি ঘোষণা করেন।
Tripura Cricket: অতি বৃষ্টির কারণে স্কুল ক্রিকেটের সূচী বদল ।
