টি এস এন ডেস্ক,২৮ মে।।
শীর্ষে থাকা অগ্রজিৎ পালকে ধরে ফেললেন শেখোয়াত হোসেন। ৫১ তম রাজ্য সিনিয়র ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায়। পাঁচ রাউন্ডের শেষে এককভাবে শীর্ষে ছিলেন দক্ষিণ জেলার অগ্রজিৎ পাল। মঙ্গলবার ষষ্ঠ রাউন্ডে সোমরাজ সাহা-র সঙ্গে পয়েন্ট ভাগ করার পর সপ্তম রাউন্ডে রাজবীর আহমেদের সঙ্গে আবার পয়েন্ট ভাগ করেন অগ্রজিৎ। সাত রাউন্ডের শেষে অগ্রজিতের পয়েন্ট ছয়। এন এস আর সি সি-র যোগা হলঘরে এদিন সপ্তম রাউন্ডে সোমরাজ সাহাকে পরাজিত করে অগ্রজিতের সঙ্গে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ধর্মনগরের শেখোয়াত হোসেন। বুধবার সকালে অগ্রজিতের সঙ্গে খেলবেন শেখোয়াত। ওই ম্যাচে যে জয় পাবেন সেই খেতাবের দৌড়ে এগিয়ে যাবে। আসরে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কিংশুক দেবনাথ, রাজবীর আহমেদ, মেহেদ্বীপ গোপ, দিব্যজ্যোতি সরকার, উমাশংকর দত্ত, শৌভিক রায় চৌধুরী, অভিনব নাথ এবং অমন চাকমা। পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস, অনুপম নাথ, নীল কুমার দত্ত, সোমরাজ সাহা , রোহিতশ্ব দাস, কিংকর রায়, অন্তরীপ আচারিয়া, প্রসেনজিৎ নমঃশূদ্র এবং রোহিত বিশ্বাস। বুধবার সকালে অষ্টম এবং বিকেলে নবম রাউন্ডের খেলা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে উপস্থিত থাকার কথা সাংসদ রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সভাপতি পদ্মশ্রী ড: দীপা কর্মকার, ক্রীড়া দপ্তরের অধিকতা সত্যব্রত নাথ এবং রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের সকল অংশে ক্রীড়া মোদীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন রাজ্য দাবা সংস্থার সচিব মিঠু দেবনাথ।
#tripura #agt #chess #state #meet #tsn
xvnzqnrwgoormeqlpjdjyxnlhhivfs