টিএসএন ডেস্ক, ২৫মে।।
শীর্ষে রয়েছেন ১২ জন দাবাড়ু। ৫১ তম রাজ্য সিনিয়র ফিডে রেটিং দাবা প্রতিযোগিতার। রবিবার আসরের দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের খেলা হয়। এন এস আর সি সি-র যোগা হলঘরে অনুষ্ঠিত আসরের তিন রাউন্ড শেষে পুরো ৩ পয়েন্ট পেয়ে শীর্ষে আছেন শীর্ষ বাছাযি শেখোয়াত হোসেন, উমাশঙ্কর দত্ত, রাজবীর আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আরাধ্য দাস, দিব্যজ্যোতি সরকার, অগ্রজিৎ পাল, অনুরাগ ভট্টাচার্য, প্রসেনজিৎ নমঃশূদ্র, সোমরাজ সাহা, শৌভিক রায় চৌধুরী, অমন চাকমা এবং আয়ুষ সাহা। আর ওই ১২ জনের ঘরে নিঃশ্বাস ফেলছেন পঙ্কজ দেবনাথ অভিনব নাথ, রোহিতশ্ব দাস, দেবরাজ ভট্টাচার্য এবং পুষ্পাত চক্রবর্তী। অনূর্ধ্ব ৭ বিভাগে রাজ্য সেরা দাবাড়ু দেবরাজ দুরন্ত গতিতে এগিয়ে চলছে। সোমবার আসরের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হবে। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। এবারের ব্যবস্থাপনা নিয়ে খুশি বিভিন্ন জেলা থেকে আগত দাবাড়ুরা। অনেকেই মনে দীর্ঘ বছর পর রাজ্য দাবা সংস্থার কর্তারা এবার বেশ কিছু অভিনয় অভিনব উদ্যোগ নিয়েছে। যা বজায় থাকবে আগামী দিনেও।
#tripura #chess #tournament #tsn
Tripura Chess: রাজ্য দাবার শীর্ষে ১২ জন দাবাড়ু
