টিএসএন ডেস্ক,২৫ মে।।
জয়ে ফিরলো সাই। পরাজিত করলো সিমনা তামাকরি দলকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় রবিবার ম্যাচটি। এদিন ম্যাচের শুরু থেকেই দু দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা শুরু থেকে লক্ষ্য করা যায়। সাই-এর ফুটবলারদের প্রাধান্য থাকলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি অনেকটাই বাড়ান সাঁই-এর ফুটবলাররা। এতে আসে সাফল্য। ভাঙ্গে বিপক্ষের মজবুত রক্ষণভাগ। ৫৩ মিনিটে সমীর হালাম দুরন্ত গোল করে এগিয়ে দেন সাই-কে। গোল পেয়ে আরও আক্রমাত্তক খেলার চেষ্টা করতে থাকেন সমরজিৎ দেববর্মা-রা। ৬২ মিনিটে সাই-য়ের জয় নিশ্চিত করে দেন সাজেশ রিয়াং। এরপর ম্যাচে ফেরার জন্য সিমনা তামাকরি দলের ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের জাল নাড়াতে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পায় সাঁই। ম্যাচটি পরিচালনা করেন পল্লব চক্রবর্তী।
#tripura #football #c – division #tsn
Tripura Football: তৃতীয় ডিভিশন ফুটবলে সিমনাকে হারালো সাই।
