টিএসএন ডেস্ক,২৪ মে।।
খেতাব নির্ণায়ক ম্যাচে সমস্যায় জেসিসি এবং স্ফুলিঙ্গ ক্লাব। মাঠের আউট ফিল্ড ভিজে থাকায় প্রথম দিনে এক বল গড়ালো না উইকেটে। জে সি লিগ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে শুক্রবার থেকে দু দলের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। গত দুদিনের প্রবল বর্ষণে মাঠের আউটফিল্ড অনেকটাই কর্দমাক্ত হয়ে ওঠে। যা ক্রিকেট খেলার পক্ষে অনুপযুক্ত। এম বি বি স্টেডিয়ামের কর্মীরা আপ্রাণ চেষ্টা করলেও প্রথমদিনে মাঠ সাড়াই করে উঠতে পারেননি। ফলে আম্পায়াররা কোনরকম ঝুঁকি নিতে চাননি। প্রথম দিনে এক বলও না হওয়ায় কার্যত ক্ষতি হলো দুদলেরই। কারণ শতদল সংঘ চাইবে সরাসরি জয় পেতে। আর তা করতে পারলেই খেতাব বগলদাবা করে নেবে বিশ্বজিৎ পালের ছেলেরা। প্রথম দিন খেলা না হওয়ায় জে সি সি এবং স্ফুলিঙ্গ ম্যাচের ফয়সলা হওয়ার সম্ভাবনা কম বললেই চলে। ফলে শতদল সঙ্গ যদি সরাসরি ইউনাইটেড ফ্রেন্ডসকে হারাতে পারে তাহলে হেতাব জয় করে নেবে।
#tripura#agt #cricket #tsn
Tripura Cricket: জেসিসি – স্ফুলিঙ্গ ম্যাচে প্রথম দিনে বল গড়ালো না মাঠে।
