টিএসএন ডেস্ক,২২ মে।।
দুই গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সাই-এর। জম্পুইজলার ফুটবলারদের শেষ ১৭ মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেলো সাই। পরাজিত হলো ৩-২ গোলে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে এদিন শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলেছিলো সাই-এর ফুটবলাররা। কিন্তু শেষ দিকে অত্যাধিক আত্মতুষ্টিতে ভুগছিলেন সাই-এর ফুটবলাররা। এরই খেসারত দিতে হয়েছে সাই-কে। নিশ্চিত জেতা ম্যাচ থেকে থেকে পুরো পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হলো সমরজিৎ দেববর্মাদের। ম্যাচ শুরু ২৯ মিনিটে সাজেশ রিয়াং এর গোলে এগিয়ে যায় সাই। এরপর ব্যবধান বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেও আক্রমভাগের ফুটবলারদের ব্যর্থতায় আর জাল নাড়াতে পারেনি। ৫৬ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সজেশ। এরপুরই আত্মতুষ্টিতে ভুগতে থাকেন সাই এর ফুটবলাররা। এর প্রভাব পড়ে ম্যাচে। এর পুরো ফায়দা তোলেন জম্পুইজলার ফুটবলাররা। শুরু হয় ক্রমাগত আক্রমণ। তাতে সাইয়ের রক্ষণভাগে চিড় ধরে। ৭৩ মিনিটে কৌতল জমাতিয়া ব্যবধান কমান। খেলা শেষ হওয়ার দু মিনিট আগে কিমন কলই সমতা ফেরান। খেলা তখন শেষের পথে। রেফারি আদিত্য দেববর্মা শেষ বাঁশি বাজাতে যাবেন। তখনই ঝটিকা আক্রমণে উঠে জম্পুইজলা প্লে সেন্টার। ভত্রসাধন জমাতিয়া গোল করে জম্পুইজলাকে জয় এনে দেন। রেফারি আদিত্য দেববর্মা হলুদ কার্ড দেখান বিজয়ী দলের প্রভাত কলইকে।
#Tripura #Agartala #Football #tsn
Tripura Football: এগিয়ে থেকেও সাইয়ের পরাজয়।জয়ী জম্পুইজলা।
