টিএসএন ডেস্ক, ১৭ মে।।
লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই রবিবার মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ সিকিম। গুয়াহাটির এনেক্সা ক্রিকেট একাডেমি মাঠে হবে ম্যাচটি। প্রথমবর্ষ পূর্বোত্তর লিটিল মাস্টার অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেটে। ইতিমধ্যে দু-দল দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। প্রথম দুটি ম্যাচে জয়লাভ করে ত্রিপুরা এক ম্যাচে আগেই সেমিফাইনালের টিকিট কেটে নিয়েছিল। অপরদিকে সিকিম দুই ম্যাচ খেলে একটি ম্যাচে জয়লাভ করেছে। ফলে ম্যাচটি ত্রিপুরা থেকে সিকিমের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরও ত্রিপুরার ক্রিকেটাররা সিকিম ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ত্রিপুরার ক্রিকেটারদের লক্ষ্য গ্রুপ লীগের শেষ ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালের আগে মনোবল বাড়িয়ে নেওয়া। শনিবার বিশ্রাম দেওয়া হয় ক্রিকেটারদের। বিশ্রাম দেওয়া হলেও এই দিন বিকেলে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কোচ দেবব্রত চৌধুরী এবং ম্যানেজার পার্থ চৌধুরী। কোনওরকম ভাবেই ম্যাটিকে হালকাভাবে না নিতে ক্রিকেটারদের পরামর্শ দেন কোচ এবং ম্যানেজার। পরে গুয়াহাটি থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ দেবব্রত চৌধুরী বলেন, সিকিম জয় করতে পারলেই মেয়েদের মনোবল অনেক গুণ বেড়ে যাবে সেমিফাইনালে মাঠে নামার আগে। তাই আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের ছাড়পত্র অর্জন করা। বিশ্বাস করি প্রথম দুই ম্যাচের মেয়েরা যে খেলা খেলেছে তা যদি বজায় থাকে তাহলে সিকিম জয় করবই আমরা। তবে মেয়েদের বারবার বলা হচ্ছে কোনরকম আত্মতুষ্টিতে যাতে না ভোগে। মেয়েরাও নিজেদের সেরাটা মাঠে নিংড়ে দিতে বদ্ধপরিকর।
#tripura #cricket #sikim #little#master championship#tsn
Tripura Cricket: গ্রুপ চ্যাম্পিয়নের স্বপ্ন নিয়ে মাঠে নামবে ত্রিপুরা।
