Tripura Football: অনূর্ধ্ব-‌২০ ফুটবল: মিজোরাম বধে মনোনিবেশ রাজ্যের ছেলেদের।

IMG 20250517 180851

টিএসএন ডেস্ক,১৭ মে।।
    ছত্রিশগড়ে অনূর্ধ্ব-২০ ফুটবল আসরে রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মিজোরামের মুখোমুখি হবে ত্রিপুরা। ছত্তিশগড়ের রামকৃষ্ণ মঠ মাঠে এদিন বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। দু- দলই ইতিমধ্যে দুটো করে ম্যাচ খেলে নিয়েছে। দুই ম্যাচ খেলে দুটো দলই সবকটি ম্যাচে জয়লাভ করেছে। গ্রুপ থেকে একটি করে দল পরের রাউন্ডে খেলা ছাড়পত্র অর্জন করবে। ফলে যে দলই  জয়ী হবে  সেই দলের কাছেই সুযোগ চলে আসবে পরবর্তী রাউন্ডে যাওয়ার। শক্তির বিচারে ত্রিপুরা থেকে কিছুটা এগিয়ে মাঠে নামবে মিজোরাম। তবে এতে ভয় পাচ্ছে না ত্রিপুরার ফুটবলাররা। মিজোরামকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ত্রিপুরার ফুটবলারবা। শনিবার বিকেলে শেষ প্রস্তুতি সেরে নেন নেলসন ত্রিপুরা সহ গোটা দল। প্রথম দুটি ম্যাচে জয় পেলেও ত্রিপুরার ফুটবলাররা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছিলেন। রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচের সেই ভুলগুলি যাতে পুনরায় না হয় অনুশীলনে সেদিকেই বিশেষ নজর দেন কোচ রাজু লামা। এদিন বিকেলে প্রায় দু’ঘণ্টা অনুশীলন করেন ত্রিপুরার ফুটবলার। মিজোরাম জয় করতে মরিয়া দলের প্রতিটি ফুটবলার।

#Tripura #Chatrishgar #Football #under -20#TSN।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *