Tripura Football: চিরঞ্জয়ের দুর্দান্ত হ্যাটট্রিক ঘুরে দাঁড়ালো ভারত রত্ন।

IMG 20250510 WA0002

ডেস্ক রিপোর্টার, ১০ মে।।
     ঘুরে দাঁড়ালো ভারত রত্ন সংঘ। বড় ব্যবধানে পরাজিত করলো সাই-‌কে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। শনিবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চিরঞ্জয় রিয়াং-‌য়ের হ্যাটট্রিক এর সুবাদে ৬-২ গোলে জয়লাভ করলো ভারতরত্ন সংঘ। প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এদিন মাঠে নেমেছিলেন রাজেশ রিয়াং-‌এর ছেলেরা। শুরু থেকেই বিপক্ষের উপর চড়াও হয় ভারত রত্ন সংঘের ফুটবলাররা। প্রথম গোল পেতে দলকে অপেক্ষা করতে হয় মাত্র দুই মিনিট। চিরঞ্জয় রিয়াং দুরন্তভাবে গোল করে এগিয়ে দেন ভারতরত্ন সংঘকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলকে। চিরঞ্জয়ের গতির কাছে মূলত হার মানতে হয়েছে সাই-‌এর রক্ষণভাগের ফুটবলারদের।

img 20250510 2152013692944841495418400

ম্যাচের ২ মিনিটের পর ৪ এবং ৮ মিনিটে পর পর আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন চিরঞ্জয়। ৩০ মিনিটে সুদীপ রিয়াং ব্যবধান বাড়ান। এরপরেই মনোবলে চিড় ধরে সাইয়ের ফুটবলারদের। অপরদিকে আত্মতুষ্টিতে ভুগতে থাকেন ভারতরত্ন সংঘের ফুটবলাররা। ওই সুযোগটা পুরো কাজে লাগানোর চেষ্টা করেন সাঁই এর ফুটবলার-‌রা। ৬৯ মিনিটে আসলাম কুমার রিয়াং এবং ৮০ মিনিটে জোরা জমাতিয়া গোল করে ব্যবধান কমান। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে চিরঞ্জয় রিয়াং দলের পক্ষে পঞ্চম এবং নিজের চতুর্থ গোল করেন। খেলা শেষ হওয়ার দু মিনিট আগে করনজিৎ রিয়াং শেষবারের মতো সাইয়ের জাল নাড়ান। রেফারি আদিত্য দেববর্মা হলুদ কার্ড দেখান বিজয়ী দলের ক্যালেব মলশুম এবং বিজীত দলের প্রতাপ মারাককে।‌

#tripura #football #c – division #tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *