টিএসএন ডেস্ক, ৬মে।।
চাম্পামুড়া কোচিং সেন্টারের বাধা অনায়াসেই টপকে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এক কদম এগিয়ে গেলো গেলোবারের চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব। মঙ্গলবার এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কমলা-কালো দলের ক্রিকেটাররা ব্যাটে বলে দাপট দেখালেন। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেটের সুপার সিক্সে। এদিন ব্লাড মাউথ ক্লাব ১৩৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে চাম্পামুড়া ক্রিকেট কোচিং সেন্টারকে। বিজয়ী দলের অম্বিকা দেবনাথ ৮৯ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে ব্লাড মাউথ ক্লাব প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৯১ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেন ওপেনার অম্বিকা দেবনাথ। অম্বিকা ৫০ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ৮৯ রান করেন। এছাড়া দলের পক্ষে অনামিকা দাস ২৩ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৫, দেবাদ্রিতা দেব ১২ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং সুপ্রিয়া দাস ৩৩ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। জবাবে খেলতে নেমে ব্লাড মাউথ ক্লাবের বোলারদের সারাশি আক্রমণের মুখে চাম্পামুড়া কোচিং সেন্টার নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়িকা গিয়া মণ্ডল ২৬ বল খেলে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ব্লাড মাউথ ক্লাবের পক্ষে মমিতা দেব পাঁচ রানে তিনটি এবং পায়েল নম ২৪ রানের দুটি উইকেট দখল করেন।
#Tripura #women #cricket #tsn ।
Tripura Cricket: অম্বিকা দেবনাথ ৮৯ রানের সৌজন্যে জয়ী ব্লাড মাউথ।
