টিএসএন ডেস্ক, ৬ মে।।
বৃষ্টির থাবা পুলিশ ট্রেনিং একাডেমি মাঠেও। ওই মাঠে প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার ফোরে ও পি সি-র মুখোমুখি হয়েছিল পোলস্টার ক্লাব। প্রথম দিনের শেষে আপাতত ১৫৯ রানের পিছিয়ে রয়েছে পোলস্টার ক্লাব। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তার ঠিক আগ মুহূর্তেই নীল দেববর্মাকে হারিয়ে কিছুটা চাপে পোলস্টার। দলীয় কর্তাদের বিশ্বাস বুধবার সকালে ঘুরে দাঁড়াবে পোলস্টারের ক্রিকেটাররা। দলকে লিড এনে দেবেই। অপরদিকে ও পি সি তাকিয়ে রয়েছে দুরন্ত কর্মে থাকা শুভম ঘোষের দিকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে ও পি সি ১৭৪ রান করে। শুরু থেকেই ব্যাকফুটে ছিলো ও পি সি। এই অবস্থায় রাহুল চন্দ্র সাহা এবং শুভম ঘোষ দৃঢ়তার সঙ্গে ব্যাট করে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। শুভম ৮৮ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ এবং রাহুল ৯০ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করেন। এছাড়া দলের পক্ষে সপ্তজিৎ দাস ৩৫ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। পোলস্টার ক্লাবের পক্ষে চিরঞ্জীব দেবনাথ ৪৯ রানে এবং পাউরশ মিশ্র ৭৪ রানে চারটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বৃষ্টির যখন খেলা বন্ধ হয় এর আগে ৬ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ১৫ রান করে পোলস্টার ক্লাব। দলের পক্ষে নির্ময় দেব ১৫ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে নয় রানে অপরাজিত রয়েছেন।
#tripura #cricket #a-division #tsn
Tripura Cricket: সুপার ফোরের লড়াইয়ে ওপিসি-র বিরুদ্ধে ব্যাকফুটে পোলস্টার।
