টিএসএন ডেস্ক, ৬ মে।।
৫৯ মিনিট এগিয়ে থেকেও জয় পেলো না ইউ বি এস টি। শেষ পর্যন্ত কদমতলা যুব সংস্থার বিরুদ্ধে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো ইউ বি এস টি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সোমবার দুপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হয়। দু দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু আক্রমমভাগের ফুটবলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত কোন দলই জয় পেতে পারেননি। ম্যাচ শুরুর ২৫ মিনিটের মাথায় গোলাপজয় রিয়াং-এর গোলে এগিয়ে গিয়েছিলো ইউ বি এস টি। সমতা ফেরানোর জন্য প্রথমার্ধে পাল্টা আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি কদমতলা যুব সংস্থার ফুটবলাররা। খেলা তখন প্রায় শেষের পথে। সকলেই ধরে নিয়েছিল ইউ বি এস টি পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে। তখনই আক্রমণে যায় কদমতলা যুব সংস্থা। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে সুভাষ জমাতিয়া গোল করে সমতা ফেরান। ম্যাচের শেষ লগ্নে জয় পাওয়ার মতো সুযোগ তৈরি করেছিল ইউ বি এস টি। কিন্তু আক্রমন ভাগের ফুটবলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত আর জাল নাড়াতে পারেননি। রেফারি তপন কুমার নাথ হলুদ কার্ড দেখান কদমতলা যুব সংস্থার আসলাং জমাতিয়া, খানি জমাতিয়া এবং ইউ বি এস টি-র অমিত ত্রিপুরাকে।
#tripura #football #c-division #tsn
Tripura Football: এগিয়ে থেকেও ঘরে পুরো পয়েন্ট তুলতে ব্যর্থ ইউবিএসটি।
