Tripura Chess: দাবা-‌র নতুন নিয়ম- কানুন নিয়ে মেট্রিক্স চেস আকাদেমির  প্রশিক্ষণ।

IMG 20250505 WA0006

টিএসএন ডেস্ক, ৬ মে।।
        জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ম্যাট্রিক্স চেস একাডেমি নিয়েছিল এক অনন্য উদ্যোগ। রাজ্যের দাবাড়ুদের বিভিন্ন নিয়মাবলী নিয়ে বিশেষ শিবিরের ব্যবস্থা করেছিলো কৃষ্ণনগরের ম্যাট্রিক্স চেস একাডেমী। প্রতি বছরের মত এবারও। ৮ মে থেকে শুরু হতে চলেছে রাজ্য দাবা সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ৭ ছোটদের রাজ্য দাবা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতাকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে হয়েছিল ও শিবির। মেট্রিক্স চেস একাডেমির দাবাড়ুদের পাশাপাশি বেশ কয়েকজন দাবাড়ু অংশ নিয়েছিল ওই শিবিরে। দাবাড়ুদের সামনে দাবা খেলার বিভিন্ন নিয়ম নিয়ে বিস্তর আলোচনা করেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। প্রায় এক ঘন্টা ধরে চলে ও শিবির। দাবা খেলার নতুন নিয়ম কানুন, কীভাবে খেললে ভালো খেলা যায় তা হাতে-কলমে প্রশিক্ষণ দেন অনুপম। সোমবারের সন্ধ্যায় প্রশিক্ষণের শুরুতেই মেট্রিক চেস একাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় রাজ্যের কৃতি ওই আরবিটরকে। শিবিরে দাবাড়ুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন অনুপম। এতে খুশি দাবাড়ুদের অভিভাবকরাও। আগামী দিনও ওই প্রয়াস যাতে বজায় থাকে তার অনুরোধ করেন ম্যাট্রিক্স একাডেমির কোচ কিরীটি দত্তের কাছে।

#Tripura# Chess# Training#TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *