টিএসএন ডেস্ক, ৪মে।।
উদ্বোধনী ম্যাচে জয় পেলো বিবেকানন্দ ক্লাব। ন্যূনতম গোলে পরাজিত করলো ইয়ুথ ক্লাবকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রবিবার বিকেলে মুখোমুখি হয়েছিল বিবেকানন্দ ক্লাব এবং ইয়ুথ ক্লাব। আসরের প্রথম ম্যাচ বলেই হয়তোবা দু’দলের ফুটবলাররা তেমন আহামরি খেলতে পারেননি। অজশ্র মিস পাসে ভরা ছিল ম্যাচ। একসময় ম্যাচ বিরক্তিকর হয়ে উঠেছিল। দু-দলের ফুটবলেররা বেশ কয়েকটি সুযোগ তৈরি করার চেষ্টা করলেও আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় প্রথমার্ধে জাল নাড়াতে ব্যর্থ হয়। প্রথম গোলের জন্য বিবেকানন্দ ক্লাবকে ৫৫ মিনিট অপেক্ষা করতে হয়। ওই সময় জাকারিয়া মলশুম অত্যাধিক দক্ষতায় গোল করে বিবেকানন্দ ক্লাবকে এগিয়ে দেন। সমতা ফেরানোর জন্য ইয়ুথ ক্লাবের ফুটবলারর এরপর ক্রমাগত আক্রমণ করার চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। শেষ পর্যন্ত জাকারিয়ার দেওয়া ন্যূনতম গোলেই উদ্বোধনী ম্যাচে জয় ছিনিয়ে নেয় বিবেকানন্দ ক্লাব। রেফারি পল্লব চক্রবর্তী হলুদ কার্ড দেখান বিজয়ী দলের রাজেশ কুমার রিয়াং এবং বিজীত দলের বিপুল জমাতিয়াকে। এই ম্যাচ দিয়েই রাজ্যে ঘরোয়া ফুটবল মরশুম শুরু হলো।
#Tripura #Football #C – division #TSN