Tripura Cricket: সন্দীপনের অলরাউন্ড পারফরম্যান্স। চ্যাম্পিয়ন সদর “এ” ।

IMG 20250504 004017 scaled

টিএসএন ডেস্ক, ৪মে।।
         রাজ্যসেরা সদর ‘‌এ’‌। শনিবার বৃষ্টি বিঘ্নিত ফাইনাল ম্যাচে সদর ‘‌এ’‌ ডি এল এস মেথডে ৩০ রানে পরাজিত করে খোয়াই মহকুমাকে। জামজুরি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় রাজ্য অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের খেতাব নির্ণয় ম্যাচটি। তাতে সদর এর গড়া ২০৬ রানের জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন খোয়াই মহকুমা ২৪ ওভারে চার উইকেট হারিয়ে ৬৯ রান করেছিলো। ওই সময় খোয়াই মহকুমার দরকার ছিল ১০০ রান। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে সদর ‘‌এ’‌ নির্ধারিত পঞ্চাশ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান করে। রাজ্য আসরে প্রায় প্রতি ম্যাচের মতো এদিনও ব্যাট হাতে জ্বলে ওঠে দলনায়ক সন্দীপন দাস। সন্দীপন ৮৬ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১ রান করে। এছাড়া দলের পক্ষে বিজয় যাদব ৪৬ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৪, অক্সিত দেবনাথ ২৯ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২২, অয়ন দেবনাথ ৫৪ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং চন্দ্রশান্ত গোস্বামী একুশ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে।

              অনূর্ধ্ব ১৫ ক্রিকেট

দল অতিরিক্ত খাতে পায় ৪০ রান। খোয়াই মহকুমার পক্ষে শুভজিৎ পাল চল্লিশ রানে তিনটি এবং দীপ শীল ২৩ রানে দুটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সদরের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে ২৪ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করতে সক্ষম হয় খোয়াই মহকুমা বৃষ্টি যখন নামে। দলের পক্ষে আয়ুষ নম দাস ৬৩ বল খেলে ২১ এবং প্রলয় দেবনাথ ৫১ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। সদর মহকুমার পক্ষে সন্দীপন দাস ১৮ রানের দুটি উইকেট দখল করে। খেলা শেষে বৃষ্টির মধ্যেই বিজয়োল্লাসে মেতে উঠে সদর ‘‌এ’‌র ক্রিকেটাররা। রাজ্য সেরা হওয়ার পুরো কৃতিত্ব ক্রিকেটারদের দিয়েছেন কোচ জয়ন্ত দেবনাথ। ‌

#Tripura #Cricket #under -15#TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *