টিএসএন ডেস্ক, ২মে।।
জয়ের হ্যাটট্রিক করলো মৌচাক ক্লাব। ৭ উইকেটে পরাজিত করলো চাম্পামুড়া ক্রিকেট কোচিং সেন্টারকে। হিরামনি গৌরের দুরন্ত বোলিংয়ে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চাম্পমুড়া ক্রিকেট কোচিং সেন্টার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় মাত্র ৪৩ রানে গুটিয়ে যায়। দল সর্বোচ্চ ১২ রান পায় অতিরিক্ত খাতে। দলের পক্ষে দলনায়িকা গিয়া মন্ডল ১৪ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। মৌচাকের পক্ষে হিরামনি গৌর চার রানে পাঁচটি, পূজা দাস ছয় রানে এবং তানিয়া দেব নয় রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মৌচাক ক্লাব ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অনুষ্কা শীল ২২ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্য ২০ এবং মৌটুসী দে ১৩ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন । চাম্পামুড়ার পক্ষে পূজা দাস ১৭ রানে দুটি উইকেট দখল করেন।
#Tripura #Women #Cricket #TCA #TSN
Tripura Women Cricket: হিরামনির দুর্দান্ত বোলিংয়ে জয়ের হ্যাটট্রিক মৌচাকের।
