টিএসএন ডেস্ক, ১মে।।
প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের ফাইনালে পরাজয়ের সুমধুর বদলা নিলো ও পি সি। সুপার ফোরের প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবে অমীমাংসিত ভাবে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে মোক্ষম ৩ পয়েন্ট পেলো ও পি সি। শতদল সংঘের গড়া ২০৭ রানের জবাবে একসময় খাদের কিনারে ছিল ও পি সি। ওই সময় ‘বুধীর দুর্গে কুম্ভ হয়ে’ লড়াই করেন নবারুণ চক্রবর্তী এবং অভিজিৎ দেববর্মা। ওই দুজনের হাত ধরে প্রথম ইনিংসে লিড নিলো ও পি সি। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শতদল সংঘের গড়া ২০৭ রানের জবাবে ও পি সি ২০৮ রান করে। এক রানে পিছিয়ে থেকে শতদল সংঘ দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৬৯ রান করার পর দুই অধিনায়ক সম্মতিক্রমে ম্যাচটিকে অমীমাংসিত ভাবে শেষ করে। প্রথম দিনের তিন উইকেটে ৬৩ রান নিয়ে খেলতে নেমে এদিন শুরুতেই নিরুপম সেন চৌধুরী এবং রাহুল চন্দ্র সাহাকে হারিয়ে চাপে পড়ে যায় ও পি সি। ওই অবস্থায় কিছুটা লড়াই করার চেষ্টা করেন দলনায়ক শুভম ঘোষ। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। সময় ১৩৩ রানে ছয় উইকেট হারিয়ে দল ছিলো বেকায়দায়। ওই অবস্থায় নবারুণ চক্রবর্তী এবং অভিজিৎ দেববর্মা রুখে দাড়ান। শুরু হয় পাল্টা প্রতিরোধ। ১৮৯ রানে ৯ উইকেট হারানোর পর ও পি সি- র শিবির কালো মেঘে ঢেকে যায়। তখন অভিজিৎ দ্রুত রান তোলার দিকে নজর দেন। শেষ পর্যন্ত ৫৬.৩ ওভারে সবকটি উইটি উইকেট হারিয়ে ও পি সি ২০৮ রান করে। দলের পক্ষে নবারুণ চক্রবর্তী ৭৭ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৪৩, অভিজিৎ দেববর্মা ৪৯ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, শুভম ঘোষ ৩৬ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৯, নিরুপম সেন চৌধুরী ৫৮ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৫, দ্বীপেন বিশ্বাস ২০ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রাহুল চন্দ্র সাহা ৫০ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। শতদল সংঘের পক্ষে দলনায়ক ভিকি সাহা ৯৫ রানে পাঁচটি এবং প্রলয় দাস ২৯ রানের দুটি উইকেট দখল করেন। ১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয ইনিংসে খেলতে নেমে ম্যাচের শেষ বল পর্যন্ত ২৪ ওভারে চার উইকেট হারিয়ে ৬৯ রান করে শতদল সংঘ। দলের পক্ষে দিব্যজ্যোতি পাল ৪১ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৫, শুভম সূত্রধর ৪২ বল খেলে ২০ এবং দ্বীপজয় দেব ৪১ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ও পি সি -র পক্ষে অর্কদ্যুতি দেব ২৪ রানে তিনটি উইকেট দখল করেন।
Tripura #Cricket #super #four #shatadal #opc #TSN