টিএসএন ডেস্ক, ১মে।।
টানা জয় মৌচাক কোচিং সেন্টারের। নিজেদের দ্বিতীয় ম্যাচে মৌচাক ১৪৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে ইউনাইটেড বি এস টি কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। বুধবার টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে মৌচাক নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৭৮ রান করে। দলের পক্ষে দলনায়িকা মৌটুসী দে ৪৪ বল খেলে দশটি বাউন্ডারির সাহায্যে ৬৩, অনুষ্কা শীল ৪৩ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৪৭ এবং প্রিয়াঙ্কা আচার্য ২১ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। ইউ বি এস টি-র পক্ষে অভিক্ষা বর্ধন ২৭ রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ইউনাইটেড বি এস টি নির্ধারিত ওভারের ৬ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১৮ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। মৌচাকের পক্ষে হিরা মনি গৌর পাঁচ রানে দুটি উইকেট দখল করেন।
#Tripura #women #Cricket #TNS