Tripura Olympic: আগামী এক পক্ষ কালের মধ্যেই টিএসি’র নির্বাচন।

Screenshot 2025 04 25 21 05 28 19 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক,২৫ এপ্রিল।।
             পুনঃ প্রতিষ্ঠা পেলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। দীর্ঘ বছর পর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অস্তিত্বের অনুমোদন দিল ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনকে। এবার নির্বাচনের পালা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এডহক কমিটির পক্ষ থেকে নির্বাচনী নির্ঘণ্টও ঘোষনার কথা সব বিস্তারে জানিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠন করার মধ্য দিয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অবহিত করতে হবে। নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইতোমধ্যে উপযুক্ত মর্যাদা সম্পন্ন রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগের কথাও বলা হয়েছে।

img 20250425 wa00155012156313604588817
।।বিজ্ঞাপন।।

শুক্রবার দুপুরে শহীদ ভগৎ সিং যুব আবাসের মিলনায়তনে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এডহক কমিটি আয়োজিত এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং তথা ই জি এম সম্পন্ন হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এডহক কমিটি ফর ত্রিপুরা-এর চেয়ারম্যান জন এফ খারশিং বিস্তারিত জানান। এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ে স্টেট লেভেল ২৪টি পৃথক পৃথক স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরার স্পোর্টস কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত  পর্যবেক্ষক প্রমূখ উপস্থিত ছিলেন। ত্রিপুরার স্পোর্টস কাউন্সিল এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অনুমোদিত ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন এখন থেকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সুপারিশ ক্রমে ত্রিপুরা রাজ্যের এপেক্স স্পোর্টস বডি হিসেবে কাজ করবে। ‌ রেজিস্ট্রার সোসাইটি অনুমোদিত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবিধানের যথেষ্ট মান্যতা রয়েছে বলে জানানো হয়। আগামী ১৫ দিনের মধ্যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুসারে ২০২৫ থেকে ২০২৯ তথা চার বছরের জন্য গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে অফিস বেয়ারার এবং কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। উল্লেখ্য, বৈঠক শুরুর আগে কাশ্মীরের পহেলগ্রামে জঙ্গিদের বর্বরোচিত আক্রমণে পর্যটকদের মৃত্যুজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে উপস্থিত প্রত্যেকেই দুই মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বৈঠক শেষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মনোনীত বর্তমান কার্যকরী সভাপতি দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী এবং চেয়ারম্যান রতন সাহা প্রমূখ সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ড. পি. টি. ঊষা এবং এডহক কমিটি সহ সকল সদস্যবৃন্দের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্পোর্টস এসোসিয়েশনের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Tripura #Olympic#Association#emElection#Tns


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *