টিএসএন ডেস্ক,২১ এপ্রিল।।
খেতাবের দোড়গোড়ায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। ৮ রাউন্ডে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে। মঙ্গলবার সকালে শেষ রাউন্ডে পয়্যেন্ট ভাগ করতে পারলেই ভোকলস পয়েন্টে এগিয়ে থেকে খেতাব জয় করে নেবে আরাধ্যা। প্রথমবর্ষ স্মার্ট গার্ল ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায়। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষম কেন্দ্রের দাবা হলঘরে অনুষ্ঠিত আসরে সোমবার সপ্তম এবং অষ্টম রাউন্ডের খেলা হয়।আট রাউন্ডে সাড়ে সাত পয়েন্ট পেয়ে এককভাবে শীর্ষে রয়েছে আরাধ্যা। ৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অঙ্কিতা সরকার। ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে অদ্রিজা সাহা, একান্তিকা সরকার এবং সুমেধা রায়। সাড়ে ৫ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ৪ জন: অর্পিতাংশী ভট্টাচার্য অদ্রিজা দেবনাথ,সঙ্গিতা সাহা এবং উর্মি সাহা। মঙ্গলবার সকালে নবম তথা শেষ রাউন্ডের খেলা হবে। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।
#Tripura #chess #tournament #aradhyadas #tsn
Tripura Chess: স্মার্ট গার্ল রেটিং দাবা: আরাধ্যার খেতাব দখল শুধু সময়ের অপেক্ষা।
