টিএসএন ডেস্ক,২১ এপ্রিল।।
আত্ম প্রকাশেই চমক দিলো শ্রেষ্ঠাংশু দে। রাজ্যের জার্সি গায়ে জড়িয়েই স্বমহিমায় শ্রেষ্ঠাংশু। করলো শতরান। তাতেই বড় ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। আসামে অনুষ্ঠিত প্রথম বর্ষ লিটল মাস্টার অনুর্ধ ১৪ ক্রিকেট আসরে। রবিবার ওই রাজ্যের এ সি এ ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা ২০৭ রানের বড় ব্যবধানে পরাজিত করলো সিকিমকে। পাশাপাশি সেমিফাইনালে খেলার জন্য এককদম এগিয়ে গেলো বলা চলে। ম্যাচে ত্রিপুরার গড়া ২৯৪ রানের জবাবে সিকিম মাত্র ৮৭ রান করতে সক্ষম হয়। রাজ্য দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব ১৩৭ রানে অপরাজিত থেকে যায়। সুমন এবং টুম্পা দেবের ছেলে শ্রেষ্ঠাংশু প্রায় সাত বছর ধরে প্রগতি প্লে সেন্টারে কোচ নয়ন মনি দেববর্মা-র কাছে প্রশিক্ষণ নিয়ে চলছে। নয়নমনিই ঘসে মেজে তৈরি করে বর্তমান উদীয়মান ওই তারকা ব্যাটসম্যানটিকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত চল্লিশ ওভারে চার উইকেট হারিয়ে ২৯৪ রান করে ত্রিপুরা। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেয় ওপেনার শ্রেষ্ঠাংশু। তাকে যোগ্য সহযোগিতা করে দলনায়ক শ্রীমন দেবনাথ এবং অভয় দেব। শ্রেষ্ঠাংশু ১২২ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৭ রানে এবং শুভজিৎ কুরি ১৯ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে অভয় দেব ৬০ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ এবং শ্রীমন দেবনাথ ৩৭ বল খেলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৫৩ রান। জবাবে খেলতে নেমে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় সিকিম। দলমাত্র ৮৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আশীষ গৌতম ৫৬ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩১ এবং বিকাশ প্রসাদ ৩৫ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। ত্রিপুরার পক্ষে রিহান আক্তার ১২ রানে এবং শ্রীমন দেবনাথ চার রানে দুটি করে উইকেট দখল করে। ২৩ এপ্রিল নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে মনিপুরের বিরুদ্ধে। ওই ম্যাচে জয় পেতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ত্রিপুরার।
#Tripura #Little #Master #Cricket #tournament#Tsn
Tripura Cricket: আত্ম প্রকাশেই শ্রেষ্ঠাংশু- র সেরা ইনিংস । স্কোর বোর্ডে শতরান।
