টিএসএন ডেস্ক,১৮ এপ্রিল।।
ছোটদের টেবিল টেনিস প্রতিযোগিতায় দাপট দেখালো গোমতী জেলার খেলোয়াড়রা। দুই বিভাগে চারটি ইভেন্টের মধ্যে তিনটি ইভেন্টে প্রথম স্থান দখল করলো গোমতা জেলার খেলোয়াড়রা। শুক্রবার অনুষ্ঠিত হলো একদিনব্যাপী ছোটদের টেবিল টেনিস প্রতিযোগিতা। নেতাজী সুভাষ আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রের টেবিল টেনিস হলে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় বিজয় কৃষ্ণ রায় মেমোরিয়েল টেবিল টেনিস প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড ডিপার্টমেন্টের যুগ্ম অধিকর্তা অভিজিৎ বিশ্বাস এবং ত্রিপুরা টেবিল টেনিস এসোসিয়েশনের সহ সভাপতি ইলা পাল সহ রাজ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উল্লেখ্য, ১৩ বছরের নিচে বালিকা গ্রুপে বেশ কয়েক বারের রাজ্য চ্যাম্পিয়ন স্নেহা সরকার-কে আরশী বণিক হারিয়ে দেয়। প্রত্যেক গ্রুপের চার জন বিজয়ীকে ট্রফির মাধ্যমে পুরস্কৃত করা হয়। এই ট্রফি গুলো স্পন্সর করেছেন ত্রিপুরা টেবিল টেনিস এসোসিয়েশনের কার্যকরি সদস্য সুজিত বনিক। পুরস্কার বিতরণ করেন ইলা পাল, তপতি নন্দী, শ্যামলী বণিক, রাজীব রায়, মৌমিতা সাহা এবং সব্যসাচী পাল। আসরে অনূর্ধ্ব-১১ বালক বিভাগে কৃতিকেশ দত্ত, আদিত্য দেব, সার্থক পাল, রাজদীপ দে, বালিকা বিভাগে অনুরূপা দাস, আদিত্রী দেবরায়, আয়েশা নাথ, সানায়া আরফিন, অনূর্ধ্ব-১৩ বালক বিভাগে সৌনভ দাস, পূর্ণাগ বনিক, শৌভিক বর্ধন, পৃথ্বিরাজ দাস প্রথম চারটি স্থান দখল করে। এছাড়া বালিকা বিভাগে আরশি বনিক এবং স্নেহা সরকার যথাক্রমে প্রথম দুটি স্থান দখল করে।
#tripura#tabel#tennis#agt#nsrcc#tsn
Tripura Table Tennis: টি টি’তে গোমতীর দাপটে ম্লান অন্য জেলা ।
