টিএসএন ডেস্ক, ১৭ এপ্রিল।।
ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ সিকিম। ২০ এপ্রিল আসরের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ত্রিপুরা। প্রথম বর্ষ লিটিল মাস্টার ট্রফি ক্রিকেটে। নর্থ গুয়াহাটির ফুলুঙ্গে অনুষ্ঠিত হবে ম্যাচ। আসরে ‘ বি ‘ গ্রুপে রাখা হয়েছে ত্রিপুরাকে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে সিকিম, মনিপুর এবং নাগাল্যান্ড। ২০ এপ্রিলের পর ২৩ এপ্রিল মণিপুর এবং ২৫ এপ্রিল নাগাল্যান্ডের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করবে। আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ২৮ এপ্রিল। ৩০ এপ্রিল হবে ফাইনাল ম্যাচ। ওই আসরে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরের বিমানে গুয়াহাটি গেল ত্রিপুরা দল। শ্রীমন দেবনাথের নেতৃত্বে।আসর শুরু হবে ১৯ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তাতে অংশ নেবে ত্রিপুরা। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলকে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। আসরে ভালো খেলা নিয়ে আশাবাদী প্রতিটি ক্রিকেটার। গুয়াহাটিতে শুক্রবার এবং শনিবার অনুশীলন করবে ত্রিপুরার ক্রিকেটাররা। ত্রিপুরা দল: শ্রীমন দেবনাথ (অধিনায়ক), অভয় দেব, শ্রেষ্ঠাংশু দেব, শুভজিৎ কুরি (সহ অধিনায়ক), বিপ্রজিৎ দাস, কুলদীপ সরকার, বিহান দাস, রাজদীপ দেবনাথ, শুভজিৎ পাল, বিজয় দেব, রিহান আক্তার, অনুজ দে, শুভজিৎ শীল, তুষার মালাকার এবং আয়ুষ দেবনাথ। কোচ: অলক দেবরায়, ফিজিও: রাজেশ কুমার মোদক, ট্রেণার: অজিতাভ নাথ, ম্যানেজার: ঋধি রঞ্জন চৌধুরি, লোগেস্টিক ম্যানেজার: শ্যামল ভট্টাচার্য।
#tripura #cricket #little #master #tournament #tsn
Tripura Cricket: লিটল মাস্টার ক্রিকেটে রাজ্যের ছেলেদের প্রতিপক্ষ সিকিম।
