টিএসএন ডেস্ক, ১৬ এপ্রিল
মহকুমার সেরা যুব সমাজ ক্লাব। বুধবার ফাইনাল ম্যাচে যুবসমাজ ক্লাব ১৪৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে সংহতি সামাজিক সংস্থাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে। প্রথমে ব্যাট করে যুব সমাজ ক্লাবের গড়া ২৬০ রানের জবাবে সংহতি সামাজিক সংস্থা ১১৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দীপক দেব ৬১ রান করে। এ দিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে যুবসমাজ ক্লাব ২৬০ রান করে। দলের পক্ষে দীপক দেব ২৯ বল খেলে চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, দ্বীপায়ন দাস ৪৬ বল খেলে দশটি বাউন্ডারির সাহায্যে ৫১, রক্তিম শর্মা ৩৫ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, অনুরাগ কুচ ১৭ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং সমর রুদ্রপাল ১৮ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। সংহতি সামাজিক সংস্থার পক্ষে হামকাশমা রিয়াং ৩৩ রানে চারটি এবং অভিজিৎ মোদক ৪৮ রানে তিনটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সংহতি সামাজিক সংস্থা ১১৫ রান করতে সক্ষম হয় ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৩৫ ওভারে। দলের পক্ষে দুহাই ত্রিপুরা ১০২ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩২, টুটন দেব ১৬ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং বিশাল দাস ৫৭ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। যুব সমাজ ক্লাবের পক্ষে সমর রুদ্র পাল ৩০ রানে তিনটি উইকেট দখল করে। খেলা শেষে মাঠেই অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
#Tripura #Cricket #Ambasa #tsn #


6six43