টিএসএন ডেস্ক, ১৪ এপ্রিল।।।
সাফল্য অর্জন হলো না ত্রিপুরার টেনিস তারকার। প্রতিযোগিতার প্রথম দিনেই ছিটকে যেতে হলো মধ্যপ্রদেশের টেনিস খেলোয়াড়ের কাছে হেরে। এশিয়ান ১৪ এবং আন্ডার রেংকিং জুনিয়ার টেনিস টুর্নামেন্ট – ২০২৫ শুরু হয়েছে রবিবার থেকে।
রাজধানীর মালঞ্চ নিবাস এবং দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের টেনিস কোর্টে শুরু হয়েছে টুর্নামেন্ট । ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এশিয়ান টেনিস টুর্নামেন্টে দেশ-বিদেশের নামিদামি বালক বালিকা উভয় বিভাগের জুনিয়র স্তরের টেনিস খেলোয়াড়রা অংশ নিয়েছেন। প্রথম খেলায় ত্রিপুরার শীর্ষ বাছাই আংসলা দেববর্মা সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। মধ্যপ্রদেশের প্রতিনিধি মীরেশ গিরধানীর কাছে ২-৬, ০-৬ সেটে হেরে বিদায় নিতে হয়েছে। বিজয়ী গিরধানী তৃতীয় বাছাই মহারাষ্ট্রের ঋষিকেশ মানে-এর সঙ্গে মুখোমুখি হবে। এদিকে ঋষিকেশ কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে থাইল্যান্ডের প্রতিনিধির বিরুদ্ধে বাই পেয়ে। অপর খেলায় থাইল্যান্ডের খেলোয়ার শান-লাও মরণপানিছ কৃত্তিক পূজালার সঙ্গে খেলবে। উল্লেখ্য, কৃত্তিক পূজালা ওপেনিং রাউন্ডে রেনার্ড কাশ্যপকে ৬-৩, ৬-২ সেটে পরাজিত করেছে। মেয়েদের বিভাগে সিঙ্গেলস ইভেন্টে বেঙ্গলের নীলাক্ষী দাস ৬-১, ৬-৭ (২), ৬-২ সেটে নিমিষা সিংহকে হারিয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে।
সংস্থার সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
#Tripura#Agartala #Asian tennis Tournament#TSN
Tripura Sports: এশিয়ান টেনিসে হতশ্রী পারফরমেন্স রাজ্যের শীর্ষ বাছাই আংসলা দেববর্মার ।
