টিএসএন ডেস্ক,৯ ডিসেম্বর।।
ত্রিপুরার জুডোকাররা বুধবার যাচ্ছে মনিপুরে।
এই রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সিনিয়র জুডো প্রতিযোগিতা। ১১-১৫ ডিসেম্বর। তাতে অংশ নেবে ত্রিপুরা দল। মঙ্গলবার ত্রিপুরা দলের জুডোকারদের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় রাজ্য সংস্থার পক্ষ থেকে। খেলোয়ারদের হাতে তুলে দেওয়া হয় ত্রিপুরার জার্সি। ত্রিপুরার সুনাম রক্ষা করে জাতীয় আসরে নিজেদের সেরা খেলাটা নিংড়ে দেওয়ার পরামর্শ খেলোয়ারদের দেন রাজ্য সংস্থার কর্তারা। জুডোকাররাও প্রতিজ্ঞা বদ্ধ ভালো পারফরমেন্স করা নিয়ে । ত্রিপুরা দল: রিকসন দেববর্মা, পরিচয় দেববর্মা, উত্তম সরকার, সম্রাট মল্ল, জোসেফ লাল নুন ফেলা, সায়ন দে, বিকাশ দেব, সাগরদ্বীপ নন্দী, তানিয়া দাস, পপি ভৌমিক, অনাসালিয়া রিয়াং, দেবরি ডার্লং, হেমা দেবী চাকমা, দীপা নমশূদ্র, দেবস্মিতা বৈদ্য, অবলিনা দেববর্মা। কোচ: বিনা দেবনাথ, বিমান বৈদ্য, ম্যানেজার ধনপতি দেববর্মা।
Tripura Judo: জাতীয় সিনিয়র জুডোতে অংশ নিতে মনিপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে ত্রিপুরা দল।


Super9game has quickly become one of my favorites. Great variety and always something new to discover. Worth a shot super9game!