Tripura Cricket: বিজয় মার্চেন্ট ট্রফির ত্রিপুরা দল ঘোষণা শনিবার।

Screenshot 2025 11 28 16 30 07 04 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,২৮ নভেম্বর।।
           অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি আসর ত্রিপুরা শুরু করবে ৭ ডিসেম্বর থেকে। তিন দিনব্যাপী ঐ আসরে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ উত্তর প্রদেশ। কর্নাটকের শিমোগাতে হবে আসর। এই আসরের জন্য সম্ভবত ২৯ নভেম্বর ঘোষিত হবে রাজ্য দল।  ৪ ডিসেম্বর ত্রিপুরার দল কর্ণাটকের শিমোগায় যাওয়ার কথা। গুরগাঁওয়ে প্রস্তুতি ম্যাচ খেলে আজ রাজ্যে ফিরছে ত্রিপুরা দল। হরিয়ানায় অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে দলের হাতে গোনা কয়েকজন সাফল্য পেয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো সোমদেব শীল, চন্দ্রস্নাত গোস্বামী, ময়ূখ চৌধুরী, বিশাল সরকার এবং যশ দেববর্মা। যতটুকু খবর দলের বাকি ক্রিকেটাররা তেমন আহামরি পারফরম্যান্স করতে পারেনি। দুশ্চিন্তা রয়েছে উইকেট রক্ষক নিয়ে। কারণ রাজদীপ পাল উইকেটে পেছনে তেমন আহামরি কিছুই করতে পারেনি। পাশাপাশি ব্যাট হাতেও কার্যত ব্যর্থ। এই অবস্থায় পরবর্তী উইকেট রক্ষক নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। মরশুমে জাতীয় আসরে সব কটি বিভাগে ভরাডুবি হচ্ছে ত্রিপুরার। এর অন্যতম কারণ সঠিক দল বাছাই হচ্ছে না। ছোটদের বিভাগেও একই পথে হাঁটতে চলেছে। একটি ক্লাবকে প্রাধান্য দিতে গিয়ে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। ঘরোয়া ছোটদের ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা উইকেট রক্ষক ব্যাটসম্যান সায়ন্তন করকে অবহেলিত করছে রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। পাশাপাশি অবহেলিত হচ্ছে অল রাউন্ডার আনস ভাটনাগর। সদ্য সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্স করেছে অনস। পাশাপাশি স্কুল ক্রিকেটের পর অনূর্ধ্ব-‌১৫ আসরেও দুরন্ত পারফরমেন্স করেছে সায়ন্তন।  তারপরও রয়েছে বঞ্চিতের তালিকায়। কারণ ওদের নেওয়া হলে বঞ্চিত হবে এই ক্লাবের ক্রিকেটার। যতটুকু খবর কোচ অলক দেবরায় এর পছন্দের তালিকায় ছিলো সায়ন্তন এবং আনস। কিন্তু এক তেল বিক্রি করা রাজ্য ক্রিকেট সংস্থার কর্তার কাছে মাথা নত করতে হলো নির্বাচকদের । এবার এই কর্তা নাকি চাইছেন অনূর্ধ্ব ১৬ আসরেও যাদের গুরগাঁও পাঠানো হয়েছিল তাদের রেখে দিতে। প্রশ্ন উঠেছে, যে জীবনে কোনওদিন ক্রিকেট খেলেনি সে কিভাবে ক্রিকেটের উন্নতির কথা বলছে। অনেকেই মনে করছেন নিজের ক্লাবের ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া এই কর্তার এক মাত্র লক্ষ্য। গেলো বছর একই কায়দা করেছিলেন রঞ্জি ট্রফি আসরে। ত্রিপুরার ক্রিকেটকে ভরাডুবির হাত থেকে রক্ষা করতে রাজ্য সংস্থার কর্তাদের উচিত যোগ্য ক্রিকেটারদের দলে নেওয়া অনুরোধ করেছেন ক্রিকেটপ্রেমীরা। আসরে ১২-১৪ ডিসেম্বর বিদর্ভ, ১৮-২০ ডিসেম্বর গুজরাট,২৩-২৫ চন্ডিগড় এবং ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে ত্রিপুরা।


One thought on “Tripura Cricket: বিজয় মার্চেন্ট ট্রফির ত্রিপুরা দল ঘোষণা শনিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *