টিএসএন ডেস্ক,২৫ নভেম্বর।।
পরাজয় অব্যাহত ত্রিপুরার। তামিলনাড়ুর পর বিনা লড়াইয়ে আসামের বিরুদ্ধেও কার্যত আত্মসমর্পণ করলো ত্রিপুরা। অনূর্ধ্ব ২৩ বালিকাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। প্রশ্ন উঠতে শুরু করেছে, টি-টোয়েন্টি আসরে খেলার যোগ্যতা কতটা রয়েছে ত্রিপুরার। মঙ্গলবার লাহিলি র চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে ত্রিপুরা পরাজিত হয় ৯ উইকেটে। টি-টোয়েন্টি ফরমেটে রান করতে হয় দ্রুত। ত্রিপুরা চলছে উল্টো গতিতে। রান করার থেকে উইকেটে টিকে থাকার উপরেই বেশি নজর দিচ্ছেন ত্রিপুরার ক্রিকেটাররা। ফলে স্কোরবোর্ডে তেমন রান উঠছে না। এদিন প্রথমে বেড পেয়ে ত্রিপুরা মাত্র ৯৬ রান করতে সক্ষম হয় নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে। দলের পক্ষে দল নায়িকা আম্বেশ দাস তেত্রিশ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৪, এঞ্জেল পাল বিয়াল্লিশ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ২৯, অস্মিতা দেবনাথ তের বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১২ এবং অনুষ্কা শীল ২৩ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। আসামের পক্ষে কাকু বর্মন কুড়ি রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেবে ত্রিপুরার নির্বিশ বোলিংয়ের সামনে ঠান্ডা মাথায় ব্যাট করে আসাম ২৩ বল বাকি থাকতে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অবন্তিকা মুন্ডা ৫৫ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানে এবং গায়েত্রী গুরুং ২৮ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে একমাত্র উইকেটটি দখল করেন আমবেষ দাস। ২৭ নভেম্বর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ উত্তর প্রদেশ।
Tripura Cricket: অনূর্ধ্ব-২৩ বালিকা ক্রিকেট: সিরিয়াল পরাজয় রাজ্যের মেয়েদের।


Pretty standard site. Nothing amazing, I’ve got to say, but if you are a gambling addict you can give it a shot on abc8a8!