Inter University volleyball: শুরু হলো দুই দিন ব্যাপি আন্ত: বিশ্ববিদ্যালয় ভলিবল।

Screenshot 2025 11 25 23 02 19 00 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,২৫ নভেম্বর।।
         ত্রিপুরা বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ড পরিচালিত দু’দিনব্যাপী (২৫ -২৬ নভেম্বর) দিবা রাত্রি আন্তঃ কলেজ ভলিবল  প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পোর্টস বোর্ড সচিব প্রশান্ত কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন অর্গানাইজিং কমিটির সচিব পবন কুমার সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ সঞ্জীব ভৌমিক, ফুটবল কোচ মধু মানিক লোধ, ডঃ কৃষ্ণেন্দু ধর,  ডঃ মুকেশ মিত্র , ডঃ গজেন্দ্র  ভটকারিয়া । আন্তঃ কলেজ প্রতিযোগিতার প্রথম ম্যাচে গন্ডাছড়া কলেজ ২ – ০ সেটে ঋষি অরবিন্দ কলেজ আগরতলা কে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে মাইকেল মধুসূদন দত্ত কলেজ সাবরুম ওয়াক ওভার পায় কমলপুর কলেজ না আসায়। তৃতীয় ম্যাচে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া ২ – ১ সেটে মোহনপুর স্বামী বিবেকানন্দ কলেজ কে পরাজিত করে। চতুর্থ ম্যাচে হলিক্রস কলেজ ২ – ০ সেটে ধর্মনগর কলেজকে পরাজিত করে। পঞ্চম ম্যাচে আরসিপিই পানিসাগর কে ২ – ০ সেটে পরাজিত করে রাজর্ষি কলেজ আগরতলা। ষষ্ঠ ম্যাচ চলছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বনাম গন্ডাছড়া গভমেন্ট ডিগ্রী কলেজ। আজ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলি আগামীকাল অনুষ্ঠিত হবে। এই দিবারাত্রি ভলিবল ম্যাচ ঘিরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


One thought on “Inter University volleyball: শুরু হলো দুই দিন ব্যাপি আন্ত: বিশ্ববিদ্যালয় ভলিবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *