Tripura Football:কল্যাণ চৌবেকে ঘিরে প্রদ্যুতের করা মন্তব্য প্রত্যাহারের দাবী টিএফএ-র ।

Screenshot 2025 11 25 22 37 35 43 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক,২৫ অক্টোবর।।
            অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে ঘিরে মথা সুপ্রিমো তথা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর যে মন্তব্য করেছেন সেটা উনার পক্ষে সঠিক হয়নি। ঠিক এমন ভাবেই ফুটবল ফেডারেশনের সঙ্গে পরামর্শক্রমে টিএফএ থেকে মন্তব্যের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।‌ মঙ্গলবার দুপুরে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ টিএফএ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট প্রণব সরকার, সেক্রেটারি অমিত চৌধুরীকে সাথে নিয়ে এ বিষয়ে অভিমত ব্যক্ত করেন। প্রসঙ্গক্রমে উল্লেখ করেন, গতকালকে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য উত্তর-পূর্ব ভারতে ফুটবল অবনতির পেছনে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে দায়ী করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।‌

img 20251125 2238397888588873829096512

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি সম্পর্কে ওনি যা লিখেছেন, তা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন টিএফএ সভাপতি প্রণব সরকার। ‌উত্তর-পূর্বের সবকটি রাজ্যের ফুটবলের মানোন্নয়ন ও প্রসার মূলক সামগ্রিক পরিসংখ্যান তুলে ধরে টিএফএ-র পক্ষ থেকে বলতে চেয়েছেন, কল্যান চৌবের সময়কালে উত্তর-পূর্ব ভারতে ফুটবলের যথেষ্ট উন্নতি হয়েছে। যার অনেক নজির রয়েছে। স্বাভাবিক কারণে উনাকে নিয়ে কিছু বলার অর্থ হলো উনাকে হেয় প্রতিপন্ন করা। ‌টিএফএ-র পক্ষ থেকে সভাপতি প্রণব সরকার এবং সম্পাদক অমিত চৌধুরীর মতে মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুরের হাতে হয়তো সঠিক তথ্যাবলী নেই বা ছিল না। সর্বাঙ্গীণ তথ্যের প্রেক্ষাপটে প্রদ্যুৎ কিশোর মানিক্যের সামাজিক মাধ্যমে পোস্ট করার বিষয়টি প্রত্যাহার করতে আহ্বান রেখেছেন। প্রয়োজনে ফুটবলের মানোন্নয়ন ও প্রসারে উনাকে যে-কোনও প্রকার উপদেশ এবং পরামর্শ প্রদানে এগিয়ে আসতে অনুরোধ করেছেন। বিগত সময়েও তিনি রাজ্যের এমনকি উত্তর-পূর্ব ভারতের ফুটবলের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা গ্রহণ করেছেন। টিএফএ সব সময় প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুরের ডাকে এবং অভিপ্রায়ে সারা দিয়েছেন। আগামী দিনেও টিএফএ রাজ্যের ফুটবলের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে উন্নয়নমূলক যে-কোনও পরামর্শ ও উপদেশ গ্রহণে রাজি রয়েছে বলে তাঁরা ব্যক্ত করেন।


One thought on “Tripura Football:কল্যাণ চৌবেকে ঘিরে প্রদ্যুতের করা মন্তব্য প্রত্যাহারের দাবী টিএফএ-র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *