টিএসএন ডেস্ক,২২ নভেম্বর।।
স্বপ্নীল সিং এর দুরন্ত ব্যাটিং সত্ত্বেও ধাক্কা খেলো ত্রিপুরা। সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার আগে। বৃহস্পতিবার বারোদা-র বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ত্রিপুরা দল। বরোদা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয়েছে ৩০ রানে। এদিন সন্ধ্যায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বারোদা নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২১৯ রান করে। দলের পক্ষে শিবলিক শর্মা ৪৩ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, কুনাল পান্ডিয়া ৩৩ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডেশন এর সাহায্যে ৩৮ এবং শাশ্বত রাওয়াত ১৫ বল খেলে চারটি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। ত্রিপুরার পক্ষে চিরঞ্জিত পাল পাঁচ রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করতে সক্ষম হয়। রাজ্য দলের পক্ষে স্বপ্নীল সিং তেত্রিশ বল খেলে চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রানে এবং অর্জুন দেবনাথ ১৪ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে সম্রাট সূত্রধর ১৮ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, বিজয় শংকর ২০ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং শ্রীদাম পাল ১৫ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৩ রান করেন। ২৬ নভেম্বর থেকে মোস্তাক আলী ট্রফিতে অভিযান শুরু করবে ত্রিপুরা। উদ্বোধনী দিনে ত্রিপুরার প্রতিপক্ষ সার্ভিসেস। ২৮ নভেম্বর রাজস্থান, ৩০ নভেম্বর জম্মু-কাশ্মীর, ২ ডিসেম্বর দিল্লি, ৪ ডিসেম্বর তামিলনাড়ু, ৬ ডিসেম্বর উত্তরাখণ্ড এবং ৮ ডিসেম্বর কর্ণাটকের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। এই আসরের আগে প্রস্তুতির জন্য বারদা-র বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি তৈরি করেছে রাজ্য দল।যার প্রথম ম্যাচ ছিল বৃহস্পতিবার।
Tripura Cricket: সৈয়দ মুস্তাক আলী ট্রফির প্রস্তুতি ম্যাচে ত্রিপুরার পরাজয়।


What’s the deal with gbgbetbr7? Gave it a shot and I wasn’t super impressed, but it wasn’t terrible either. Kind of a middle-of-the-road experience. Might be worth a look if you’re hard up for options, but don’t expect fireworks. gbgbetbr7