Tripura Bodybuilders: আগামী ১ ডিসেম্বর রাজ্য ভিত্তিক বডি বিল্ডিং ও ফিটন্যাস চ্যাম্পিয়নশীপ ।

Screenshot 2025 11 20 22 52 59 81 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ২০ নভেম্বর ।।
        আই বি বি এফ অনুমোদিত ত্রিপুরার একমাত্র সংস্থা ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের (টিবিএফএ) উদ্যোগে আগামী ১ ডিসেম্বর রাজ্যভিত্তিক বডি বিল্ডিং ও ফিটন্যাস চ্যাম্পিয়নশীপ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। এর লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। এবারের আসরে
তারকা হিসেবে আসছেন তরকা ইন্ডিয়ান বডি বিল্ডার্স নিতিন চন্দিলা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের (১ নম্বর হল-এ) অনুষ্ঠিত হবে আসর। দেড় লক্ষ টাকার প্রাইজমানি রয়েছে আসরে। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ১৭০ জন বডি বিল্ডার এই আসরে অংশ নেবে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশন সভাপতি তনয় দাস। মোট চারটি বিভাগে বিভিন্ন বয়স ক্যাটাগরিতে হবে লড়াই। আসরের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উদ্বোধক ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, বিশেষ অতিথি রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী রায়, আইবিবিএফ-এর সভাপতি স্বামী রমেশ কুমার, সম্পাদক চেতন মনোহর পাঠারে, পদ্ম শ্রী জিমন্যাস্ট দীপা কমর্কার, সম্মানিত তারকা অতিথি নিতিন চান্ডিলা, রেলওয়ে স্পোর্টস বোর্ডের শান্তনু ভট্টাচার্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, মণিপুর বডি বিল্ডিং-এর সভাপতি রতন সিং উপস্থিত থাকবেন। এই আসর থেকে জাতীয় আসরের জন্য রাজ্যদলের খেলোয়াড় নির্বাচন করা হবে।


One thought on “Tripura Bodybuilders: আগামী ১ ডিসেম্বর রাজ্য ভিত্তিক বডি বিল্ডিং ও ফিটন্যাস চ্যাম্পিয়নশীপ ।

  1. Downloaded x888apk and the games load fast. Easy to navigate, too. If you are looking for a quick fix of mobile gaming, this could be it. Worth a download. Find it here: x888apk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *