Ranji Trophy: ত্রিপুরার ঘাড়ে বাংলার রানের বোঝা। প্রথম ইনিংসে ৩৩৬।

IMG 20251101 WA0108 scaled

টিএসএন ডেস্ক,২ নভেম্বর।।
              ত্রিপুরার ঘাড়ে রানের বোঝা চাপাচ্ছে বাংলা। দ্বিতীয় দিনের শেষে বড় স্কোর গড়ে নিলো সফররত দল। সুদীপ কুমার ঘরামীর শতরানে। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলা ৯ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে। সফররত দলের পক্ষে সুদীপ ১০৮ রান করেন। ব্যাটিং উইকেটে যদি তৃতীয় দিনে ত্রিপুরার ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে না পারেন তাহলে ব্যাকফুটে চলে যাবে স্বাগতিক দল। প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সুদীপ এবং সাকির হাবিব গান্ধী ঠান্ডা মাথায় এদিন খেলা শুরু করেন। ত্রিপুরার বোলাররা তেমন কোনও প্রতিবন্ধকতা গড়ে তুলতে পারেননি। দ্বিতীয় উইকেটে এই জুটি ৪২৯ বল খেলে ২০৯ রান যোগ করেন। সুদীপ ২৫০ বল খেলে ১৫ টি বাউন্ডারির সাহায্যে ১০৮ এবং সাকির ২২৮ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ৯৫ রান করেন। এই দুজন আউট হাতেই ত্রিপুরার বোলাররা জাকিয়ে বসার চেষ্টা করেন। দ্রুত তুলে নেন বাংলার বেশ কয়েকটি উইকেট। সপ্তম উইকেটে রাহুল প্রসাদ এবং শাহবাজ ১০২ বল খেলে ৬১ রান যোগ করে বাংলাকে চালকের আসনে নিয়ে যান। শাহবাজ শেষ পর্যন্ত দিনের শেষে অপরাজিত থেকে যান ৮২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৪০ রানে। এছাড়া রাহুল ৪৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। দ্বিতীয় দিনের শেষে বাংলা ১১৫ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩৩৫ রান করে। এদিন মাত্র ৫৫ ওভার খেলা হয় মন্দালোর জন্য। ত্রিপুরার পক্ষে রানা দত্ত ৭৬ রানে ৩ টি, বিক্রম কুমার দাস ১৬ রানে এবং মনি শংকর মুড়া সিং ৫৬ রানে ২ টি করে উইকেট দখল করেন।


One thought on “Ranji Trophy: ত্রিপুরার ঘাড়ে বাংলার রানের বোঝা। প্রথম ইনিংসে ৩৩৬।

  1. bec88bet… That’s a new one. Gotta do my due diligence and see what the vibes are like. Hope it’s legit and has some good games. Let’s find out together! Check it out here: bec88bet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *