টিএসএন ডেস্ক, আগরতলা।।
ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন ফুল কন্টাক্ট কিয়োকোশিন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। উদ্যোক্তা ত্রিপুরা কিয়োকোশিন ক্যারাটে এসোসিয়েশন। পশ্চিম জেলা সহ মোট চারটি জেলা থেকে এতে ৮০ জন ক্যারাটে খেলোয়াড় অংশ নেবে। আগরতলা বিবেকানন্দ ব্যায়ামাগারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ বিকেলে উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সম্মেলনে সংস্থার সভাপতি অজয় কুমার চৌধুরী, সহ-সভাপতি নারায়ণ চন্দ্র দেবনাথ, দুলাল কর্মকার, সম্পাদক রাকেশ সাহা কার্যকরী সদস্য অলক চক্রবর্তী সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিয়ান দীপা কর্মকার উপস্থিত থাকার কথা রয়েছে।
Tripura karate: রাজ্যে অনুষ্ঠিত হবে ওপেন ফুল কন্টাক্ট কিয়োকোশিন ক্যারাটে।


Just tried out 009betvip – not gonna lie, pretty slick site! Easy to navigate and had a good time. Check ’em out! 009betvip