টিএসএন ডেস্ক,১৪ অক্টোবর।
মধ্যপ্রদেশ ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। ১৬-১৯ অক্টোবর মধ্যপ্রদেশের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচ খেলবে রাজ্য দল। অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। জব্বলপুরের মধ্য প্রদেশ ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে চারদিনের ওই ম্যাচটি। ওই ম্যাচে অংশ নিতে মঙ্গলবার ভোরে জব্বলপুর পৌঁছান ত্রিপুরা দলের ক্রিকেটাররা। সকালে বিশ্রাম নেওয়ার পর বিকেলে অনুশীলনে নেমে পড়েন সন্দীপ সরকাররা। এদিন বিকেলে দু’ঘণ্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। মরশুমে ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্য দলের ক্রিকেটারবা। মঙ্গলবার মধ্যপ্রদেশ ম্যাচের আগে শেষ প্রস্তুতি সেরে নেবেন অমিত আলী-রা।ত্রিপুরা দলে রয়েছেন আরমান হোসেন, তন্ময় দাস, অরিন্দম বর্মন, আনন্দ ভৌমিক ( সহ অধিনায়ক), সপ্তজিৎ দাস, সাহিল সুলতান, সেন্টু সরকার, দ্বীপজয় দেব, সন্দীপ সরকার ( অধিনায়ক ), অমিত আলী, দীপ্তনু চক্রবর্তী, অর্কজিৎ রায়, দুর্লভ রায়, তনয় মন্ডল, সৌরভ কর, দীপেন বিশ্বাস, পামির দেবনাথ এবং দেবরাজ দে। হেড কোচ: মনোজ রাওয়াত, সহকারি কোচ সন্দীপ ব্যানার্জি, ফিজিও রাজেশ কুমার মোদক, অতনু সিনহা, এস এন্ড সি: অজিতাভা নাথ, সাইড আর্ম থ্রোওয়ের কৃষান মোরাসিং ভিডিও এনালাইসিস শ্যামল অধিকারী, ম্যানেজার দ্বীপরাজ দেবনাথ এবং লজিস্টিক ম্যানেজার বিবেক ভট্টাচার্য।
Tripura Cricket: সি কে নাইডু ট্রফির জন্য প্রস্তুতি শুরু রাজ্য দলের।


Okay, I checked out 1winaviatorlogin to see what the hype was about. Login’s easy. The Aviator game is addictive, I’ll give them that! It’s pretty straightforward to figure out. They also have other casino games. Just be careful and play responsibly. 1winaviatorlogin