Tripura judo: স্কুল জুডোতে উদয়পুরের আধিপত্য।

IMG 20251012 WA0001

টিএসএন ডেস্ক,১২ অক্টোবর।।
          আবারও দাপট।  বিবেকানন্দ জুডো সেন্টারের জুডোকারদের। সদ্য শেষ হওয়া রাজ্য স্কুল জুডো প্রতিযোগিতায়। তিন দিনব্যাপী আসর শনিবার শেষ হয়েছে ঋষ্যমুখের ইন্ডোর হলে। আসরে গোমতী জেলার ওই সেন্টার থেকে পাঁচ জন জুডোকার অংশ নিয়েছিল। এর মধ্যে চারজন স্বর্ণ পদক জয় করে সকলের নজর কেড়ে নেয়। ওই চারজন হলেন সদ্য দেশের হয়ে এশিয়ান জুডো আসরে অংশ নেওয়া সোনার মেয়ে তানিয়া দাস, ওমা বেগম, ইন্দ্রানী দাস এবং আকাঙ্ক্ষা ঘোষ। রৌপ্য পদক জয় করেছে প্রিয়াঙ্কা দাস। ২০২১ সালে ওই জেলার সহকারী ক্রীড়া আধিকারিক পদে থাকা এন আই এস কোচ ড:‌মিহির ছিলেন হাত ধরে ওই সেন্টার গড়ে ওঠে ভগিনী নিবেদিতা স্কুলে। বহু কাঠ খড় পুড়িয়ে এখন ওই সেন্টারটি রয়েছে ফ্লাওয়ার্স ক্লাবে। গেলো কয়েক বছর ধরে ওই সেন্টারের জুডোকাররা জাতীয় আসরে দাপট দেখিয়ে অনবরত পদক জয় করে আনছেন রাজ্যের জন্য। সংস্থার কোচ মিহির শীল স্পষ্টভাবেই বলেন, মেয়েরা প্রস্তুত। এ বছর ও প্রত্যাশিতভাবে রাজ্যকে বহু পদক এনে দেবে বিশ্বাস করি। দরকার ওদের সহযোগিতা। সহযোগিতা পেলে ওরা শুধু রাজ্যের জন্য নয় দেশের জন্য পদক জয় করে আনবে এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রসঙ্গত ওই ৫ জুডোকার ভগিনী নিবেদিতা স্কুলের ছাত্রী।


One thought on “Tripura judo: স্কুল জুডোতে উদয়পুরের আধিপত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *