টিএসএন ডেস্ক,৪ সেপ্টেম্বর।।
রাজ্য সেরা সিপাহীজলা জেলা। বালক বালিকা – উভয় বিভাগেই। তিন দিনব্যাপী রাজ্য স্কুল বাস্কেটবল প্রতিযোগিতা শেষ হয় বৃহস্পতিবার ভারতরত্ন অটল বিহারী বাজপায়ী চরিলাম স্কুল মাঠে। বৃহস্পতিবার শেষ দিনে বালক এবং বালিকা বিভাগে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। বালক বিভাগের সেমিফাইনালে সিপাহী জলা জেলা ২৬ – ৪ গোলে পশ্চিম জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে উত্তর জেলা ২৯-১ গোলে খোয়াই জেলাকে পরাজিত করে খেলা ছাড়পত্র অর্জন করেছিল। রাজ্যসেরা হওয়া লড়াইয়ে সিপাহীজলা জেলা ৪৩-১৬ গোলে উত্তর জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনালে পশ্চিম জেলা ৯-৮
গোলে গোমতী জেলাকে এবং সিপাহী জলা জেলা ১৩-৮ পয়েন্টে খোয়াই জেলাকে পরাজিত করে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করেছিল। ফাইনালে সিপাহী জলা জেলা ২৯-৭ গোলে পশ্চিম জেলাতে বিধ্বস্ত করে রাজ্যসেরা সম্মান পেয়েছে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহী জলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জুসোয়াল, ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা সমীর দেববর্মা, সিপাহীজলা জেলা স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি প্রবীর দেববর্মা, বেনীমাধব দেবনাথ, ভারতরত্ন অটল বিহারী বাজপাই চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রিন্সিপাল মণিময় ভৌমিক।
Tripura Basket Ball: স্কুল বাস্কেট বলে চ্যাম্পিয়ন সিপাহীজলা
