North East Badminton: কাল শুরু উত্তর – পূর্বের মেগা ব্যাডমিন্টন আসর।

Screenshot 2025 09 03 23 53 35 91 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক,৩ সেপ্টেম্বর।।
         উত্তর পূর্বের সব ক-টি রাজ্যের ব্যাডমিন্টন খেলোয়াররা আগরতলায় পৌঁছে গেছেন। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। আগরতলায় বসছে ব্যাডমিন্টনের মেগা টুর্নামেন্ট। ‌ বৃহস্পতিবার থেকে নর্থ ইস্ট জোন ইন্টার স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ- ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সামগ্রিক দিক থেকে প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিবসীয় এই ইউনেক্স সানরাইজ নর্থ-ইস্ট জোন ইন্টার স্টেট এন্ড জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অথবা পরবর্তী সময়ে সর্বভারতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট তথা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র প্রমূখ আসার কথা রয়েছে। ‌ ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। অঞ্চলভিত্তিক আন্তঃ রাজ্য বড় মাপের এই টুর্নামেন্টে অরুণাচল প্রদেশ থেকে ৩৬ জন, আসাম থেকে ৩৭ জন, মনিপুর থেকে ৩৫ জন, মেঘালয় থেকে ২৫ জন, নাগাল্যান্ড থেকে ২২ জন, মিজোরাম থেকে ২৪ জন, সিকিম থেকে ২৬ জন এবং আয়োজক রাজ্য ত্রিপুরার ২১ জন খেলোয়াড়, কোচ ম্যানেজার সহ মোট ২২৬ জন ব্যাডমিন্টন খেলোয়ার এবং অফিসিয়াল আগরতলায় পৌঁছেছেন। এছাড়া ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে অফিশিয়াল হিসেবে এসেছেন আরও ১২ জন। নাগাল্যান্ড, সিকিম এবং মিজোরামের খেলোয়াড়রা মঙ্গলবারে আগরতলায় এসেছেন। অন্যান্য রাজ্যের খেলোয়াড়রা এসেছেন  বুধবার। রাজধানীর নামিদামি হোটেল গুলোতে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) বেলা সাড়ে এগারোটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগের টুর্নামেন্ট হবে। রাজ্য দলের সাফল্যের ব্যাপারে ত্রিপুরার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন যথেষ্ট আশাবাদী। খেলা হবে এনএসআরসিসি-র ইনডোর হলে নতুন করে তৈরি দুটি কোর্টে এবং এনএসআরসি-র নির্দিষ্ট ব্যাডমিন্টন কোর্টে। ‌ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হবে এনএসআরসিসি-র ইন্ডোর হল-এ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *