স্পোর্টস ডেস্ক,২ সেপ্টেম্বর।।
নাব্যাঙ্গালুরুতে প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। ওই রাজ্যে ৪ সেপ্টেম্বর থেকে আমন্ত্রণ মূলক ক্রিকেটে অংশ নেবে রাজ্য দল। ওই আসরের অংশ নিতেই সোমবার ব্যাঙ্গালুরু পৌঁছলেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা। মঙ্গলবার দুপুরে দক্ষিণের ওই রাজ্যের আলোর মাঠে অনুশীলন করেন বিক্রম কুমার দাস – রা। প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘ সময় নেটে অনুশীলন করেন ঋতুরাজ ঘোষ রায় – রা। প্রথম ম্যাচের আগে আজ শেষ প্রস্তুতি সেরে নেবেন অজয় সরকার- রা। জাতীয় মরশুম শুরু হওয়ার আগে প্রস্তুতির জন্যই ওই আসরের ত্রিপুরার অংশগ্রহণ। দলের প্রতিটি ক্রিকেটারই চাইছেন জাতীয় আসর শুরু হওয়ার আগে ওই আসরে ভালো খেলে নির্বাচকদের মন জয় করে নিতে। আসরে ত্রিপুরাকে ‘ এ ‘ গ্রুপে রাখা হয়েছে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে কে এস সি একাদশ, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ছত্তিশগড় ক্রিকেট সংস্থা। মোট ১৬ দল অংশ নিয়েছে আসরে। ১৬ দলকে চারটি গ্রুপে রাখা হয়েছে। ৪-৭ সেপ্টেম্বর ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। আলোরের ৩ নম্বর মাঠে হবে ম্যাচটি। ৯-১২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে ছত্তিশগড়ের বিরুদ্ধে। আলোরের এক নম্বর মাঠে হবে ম্যাচটি। ১৫-১৮ সেপ্টেম্বর গ্রুপ লীগ নিজেদের শেষ ত্রিপুরা খেলবে কে এস সি এ একাদশের বিরুদ্ধে। আলোরের দুই নম্বর মাঠে হবে ম্যাচটি। প্রতি গ্রুপ থেকে একটি করে দল সেমিফাইনালে যাবে। ২২-২৪ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। ২৬-২৯ সেপ্টেম্বর হবে আসরের ফাইনাল ম্যাচ। ওই আসরে ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী ত্রিপুরার শিবির।
Tripura Cricket: রাহুল দ্রাবিড়ের রাজ্যে প্রস্তুতি শুরু ত্রিপুরার ছেলেদের।
