টিএসএন ডেস্ক,২৬ অগাষ্ট।।
পেশাগত দিক থেকে নিরাপত্তা রক্ষী হতে পারেন, কিন্তু মাসের শেষে অবশ্যই তারা ন্যায্য বেতন পাওয়ার কথা। এদিকে, বেশ ক-জন নিরাপত্তা রক্ষী কর্মীরা টিসিএ অফিসের গেটের সামনে ধরনায় বসেছেন। তাঁদের অভিযোগ, বিগত তিন মাস ধরে ওনারা বেতন পাচ্ছেন না। এই সব কর্মীরা কেউ কেউ এমবিবি স্টেডিয়ামে কর্মরত, তো কেউ কেউ আবার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে নিরাপত্তা রক্ষী হিসেবে ডিউটি করে চলেছেন। তাঁরা যেই কোম্পানির অধীনে কাজ করছেন, সেই কোম্পানিকে নাকি টি সি এ বিগত কয়েকমাস ধরে পেমেন্ট করছেন না। পেমেন্ট না পেলে এই কোম্পানি কিভাবে বেতন দেবে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের। এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন এদিন টি সি এ অফিসের সামনে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। এ বিষয়ে বোঝাপড়ার ক্ষেত্রে কোথাও কিছু একটা হয়েছে বলে, এই সমস্যাটা এখন বড় আকার ধারণ করেছে। তবে বিষয়টা সমাধানকল্পে এখন তা আলোচনার টেবিলে আসছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
Tripura Cricket: ছিঃ ছিঃ।রাজ্যের ধনী ক্রীড়া সংস্থায় নেই নিরাপত্তারক্ষীদের বেতন।

