টিএসএন ডেস্ক, ২০ আগস্ট।
উত্তর ত্রিপুরা জেলা স্তিত পানিসাগর মহকুমার আঞ্চলিক শারিশিক্ষণ মহাবিদ্যালয়ের ইন্ডোর হলে যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্য অনূর্ধ্ব ১৭ ছেলে এবং মেয়েদের কবাডি প্রতিযোগিতার শুভ সূচনা হয়। অনুষ্ঠানের গাছে জল সঞ্চালনের মাধ্যমে শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি অপর্ণা নাথ। সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ভবতোষ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ার পার্সন অনুরাধা দাস, ভাইস চেয়ার পার্সন ধনঞ্জয় নাথ, এস ডি পি ও সৌম্য দেববর্মা, ডি সি এম দিবাকর জামাতিয়া, আর সি পি ই কলেজের শিক্ষক জয়দেব দাস, উত্তর ত্রিপুরা জেলার স্পোর্টস ডিরেক্টর বিভাবাসু গোস্বামী সহ বিশিষ্ট সমাজ সেবী নিরুপম দে ও ধনঞ্জয় দাস। এই কবাডি প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলেদের ও মেয়েদের ১৬০ জন খেলোয়াড়সহ কোচ অংশ নেয়। এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন উত্তর ত্রিপুরা ডাইরেক্টর বিভাবাসু গোস্বামী। উদ্বোধক অপর্ণা নাথ বলেন, নেশা মুক্ত সমাজ তথা ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এ ধরনের প্র্চীন খেলাকে প্রাধান্য দিয়ে এহেন আয়োজনের জন্য ত্রিপুরা সরকারের ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিংকু রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং আগত সকল খেলোয়াড়ের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন। তিনি আশাবাদী যে ভবিষ্যতে আরো বিভিন্ন ধরনের রাজ্য স্তরের প্রতিযোগিতা উত্তর ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হবে। এই নিয়ে পানিসাগর তথা উত্তর ত্রিপুরা জেলার ক্রীড়া প্রেমী সকলেই আনন্দিত।
Tripura Kabadi: পানিসাগরে শুরু রাজ্য ভিত্তিক স্কুল কবাডি।

