টিএসএন ডেস্ক,১৩ আগস্ট।।
বল হাতে বিধ্বংসী আকাশ দাস। আকাশের ভেল্কিতে কুপোকাৎ জে সি সি। দ্বিতীয় জয় পেলো পোলস্টার ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৮ ক্লাব লিগ ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে বুধবার অনুষ্ঠিত হয় ম্যাচটি। এদিন ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ২১ শে। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে আকাশের বিধ্বংসী বোলিংয়ে জে সি সি মাত্র ৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আজারুদ্দিন আহামেদ ১৩ বল খেলে চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং আফতাব চৌধুরী ১৯ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। পোলস্টারের পক্ষে আকাশ দে ৫ রানে ৫ টি এবং আয়ূষ দেবনাথ ৯ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে পোলস্টার ১৪.৪ ওভারে ৪ উইকেট জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাইহান আহামেদ আরমান ২৬ বল খেলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং আয়ুশ দেবনাথ ২৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। এদিকে বৃষ্টিতে আউট ফিল্ড ভিজে থাকায় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সংহতি – ব্লাড মাউথ ম্যাচ, এম বি বি স্টেডিয়ামে মৌচাক – হার্ভে ম্যাচ এবং মোহনপুরের তালতলা স্কুল মাঠে ইউ বি এস টি – চলমান সংঘ ম্যাচটি পরিত্যক্ত হয়। আজ রিজার্ভ ডে তে হবে পরিত্যক্ত হওয়া ৩টি ম্যাচ।


l141g7