টিএসএন ডেস্ক, ১৩ আগস্ট।।
ব্লাড মাউথে বিধ্বস্ত টাউন ক্লাব। এদিন বড় ব্যবধানে জয় পেয়ে মানসিক শক্তি বাড়িয়ে নিলেন কমলা – কালো দলের ফুটবলাররা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় তুলে নেয় সদ্য শিল্ডে রানার্স ব্লাড মাউথ ক্লাব। এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়েও ছিল এগিয়ে ব্লাড মাউথের ফুটবলাররা। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় ব্লাড মাউথ। গোলটি করেন জাবেদ ডার্লং। শুরুতেই গোল পেয়ে দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ান কানাই যাদবের ছেলেরা। কিন্তু প্রথমার্ধে আর বিপক্ষের জাল নাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে জন জামাতিয়া সমতা ফেরান। এর পর আবার এগিয়ে যেতে ঝড় তুললেন ব্লাড মাউথের ফুটবলাররা। এর পর ৭০ মিনিটে আসিফ আলী মোল্লা, ৭৫ মিনিটে জাবেদ ডার্লং নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল এবং ইনজুরি টাইমে এন ডি সিং ব্লাড মাউথ এর জয় নিশ্চিত করে দেন । খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা। তবে এদিন আরও বড় ব্যবধানে জয় পেতে পারতো ব্লাড মাউথ। আসরে ৫ ম্যাচ খেলে ব্লাড মাউথের পয়েন্ট ৮ এবং সমসংখ্যক ম্যাচ খেলে টাউনের পয়েন্ট ২।
Tripura Football: ব্লাডমাউথে বড় জয়, পেলো ঘুরে দাঁড়ানোর রসদ।

